দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনার সংখ্যা ১৭ হাজার এর বেশি হয়ে গিয়েছে। যেখানে ২৩ জন রোগীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত কিছুদিন থেকে দেশে করোনার সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭০ টি নতুন মামলা সামনে এসেছে। যে কটি করোনা আক্রান্তের সংখ্যা সামনে এসেছে, তার মধ্যে কেরল (৪০৮৩) এক নম্বরে রয়েছে। এরপরে রয়েছে মহারাষ্ট্র (৩৬৪০)। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু (২০৬৯)। এরপরে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ (১৪২৪) এবং পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটক (১০৪৬) সব মিলিয়ে এই পাঁচ রাজ্যের অংশীদারিত্ব ৭২.৪২ শতাংশ। যার মধ্যে আবার ২৩.৯২ শুধু কেরলেই।