কোলাঘাট মানেই ফুলের হাট। রাজ্যের মধ্যে ফুল চাষে কোলাঘাটের উল্লেখযোগ্য স্থান রয়েছে। কিন্তু অসময়ের প্রাকৃতিক দূর্যোগ ও মহামারির গ্রাসে ফুলচাষিরা বিপর্যয় ও অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখিন। এর মধ্যেও প্রকৃতির অমোঘ নিয়মে ফুল ফুটেছে। পাপড়ি মেলেছে ক্যামেলিয়া, স্নোবল, ডালিয়া, গাঁদা, বৈচিত্র্যময় চন্দ্রমল্লিকা থেকে বাহারি গোলাপসহ আরও সব শীত মরসুমের অতিথির দল। কোলাঘাট নতুন বাজার রুপনারায়ন নদের পাড়ে নৈসর্গিক পরিবেশে আয়োজন করা হয়েছে সম্প্রচার মূলক পুষ্প প্রদর্শনীর। বাড়িতে বসে দেখার আহ্বান।