রাজ্যের সাথে করোনায় জেরবার মালদা জেলা। হুঁশ নেই জন সাধারণের। রবিবারের বাজারে মাস্কহীন ক্রেতা-বিক্রেতা। আবার কেউ চা খাওয়ার অজুহাতে মাস্ক না পরেই করছে দোকানদারি। এমনই চিত্র দেখা গেল মালদার খ্যাতনামা বাজার নেতাজী পৌরবাজারে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা করা হলেও হুঁশ ফিরছে না ক্রেতা- বিক্রেতাদের।