Advertisement

অপরাধ

গাড়িতে তেল চুরি রুখতে শিলিগুড়ি পুরনিগমে বসল ফিউল ট্র্যাকার

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 10 Sep 2021,
  • Updated 3:11 PM IST
  • 1/9

শিলিগুড়ি পুরনিগমের গাড়িগুলিতে তেলের পুকুর চুরি রুখতে এবার কড়া হল শিলিগুড়ি পুরনিগমের বর্তমান প্রশাসক বোর্ড। পুরনিগমের গাড়ি গুলির ওপর নজরদারি বাড়াতে লাগানো হল GPS ও ফিউল ট্র্যাকার মেশিন।

  • 2/9

মঙ্গলবার এই অত্যাধুনিক প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব গৌতম দেব। পৌরনিগমের আশা এর ফলে তেল ও গাড়ির খরচ অনেকটাই সাশ্রয় হবে। 

  • 3/9

বাম আমল থেকেই শিলিগুড়ি পুরনিগমের গাড়ির তেল চুরির অভিযোগ উঠছিল। শুধু তাই নয় আর্থিক তছরূপেরও অভিযোগ ওঠে বহুবার।

  • 4/9

তাই পুরনিগমের প্রশাসকদের দায়িত্ব নিয়েই চুরি ঠেকাতে উদ্যোগ গ্রহণ করেছিল প্রশাসক বোর্ড। এবার তেল চুরি রুখতে এবং গাড়িগুলির ওপর নজরদারি বাড়াতে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড কড়া উদ্যোগ নিল।

  • 5/9

কলকাতার একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় পৌর পরিষেবা প্রদানকারী গাড়িগুলিতে লাগানো হল GPS ও ফিউএল ট্রেকার মেশিন।

  • 6/9

পুরনিগমের মোট 100 টি গাড়ির মধ্যে 80 টি গাড়িতে ইতিমধ্যেই এই ট্র্যাকার লাগানো হয়ে গিয়েছে, বাকি 20টি গাড়িতে খুব শীঘ্রই ট্র্যাকার লাগানো হবে।

  • 7/9

এই প্রযুক্তির মাধ্যমে গাড়িগুলির ওপর নজরদারি চালানোর পাশাপাশি কতটা পরিমান তেল ব্যবহার হচ্ছে তাও স্পষ্ঠ করা যাবে। সাথেই কোন গাড়িতে কতটা আবর্জনা সংগ্রহ হচ্ছে  তা পর্যবেক্ষণের জন্য ওয়েইয়ং মেশিনও খুব দ্রুত লাগানো হবে।

  • 8/9

মঙ্গলবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। এই গাড়িগুলিকে পুরনিগমের প্রধান কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হবে এবং তার রিপোর্টও তৈরি করা হবে। 

 

  • 9/9

পুর প্রশাসক গৌতম দেব জানান, তেল চুরি ও আর্থিক তছরূপের অভিযোগ বহু দিনের। বাম পরিচালিত পুরবোর্ড এবিষয়ে কোনো কর্ণপাত করে নি, সেই তছরূপ রুখতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসক মন্ডলী। তিনি আরো জানান এই পদ্ধতির মাধ্যমে প্রায় 6 কোটি টাকা খরচ কমানো যাবে। এর ফলে পুরনিগমের অনেক টাকা সাশ্রয় হবে।

Advertisement
Advertisement