Advertisement

অপরাধ

Street Dogs Allegedly Beaten in Howrah : খড়্গপুরের পর হাওড়া, পথকুকুরদের ওপর অত্যাচারের অভিযোগ

বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 07 Nov 2021,
  • Updated 8:51 AM IST
  • 1/14

Street Dogs Allegedly Beaten in Howrah: খড়্গপুরের পর হাওড়া (Howrah)-র ব্যাঁটরা (Bantra) থানা এলাকা। পথ কুকুর (Street Dogs)-দের ওপর হামলার অভিযোগ উঠল।

  • 2/14

আহত হয়েছে বেশ কয়েকটি কুকুর (Street Dogs)। তাদের খাবারে মিশ মিশিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। প্রাণীপ্রেমীরা থানায় অভিযোগ জানিয়েছেন।

  • 3/14

ব্যাঁটরার অন্তর্গত রামকল্প খা লেনে পথকুকুর (Street Dogs)-দের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠল। আহত বেশ কয়েকটি পথকুকুর (Street Dogs)।

  • 4/14

প্রাণীপ্রেমীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

  • 5/14

গত বৃহস্পতিবার কালীপুজোর রাতে মধ্য হাওড়ার রামকল্প খা লেনে বেশ কয়েকটি পথ কুকুরের ওপর হামলা হয় বলে অভিযোগ। এলাকার কয়েকজন কুকুরগুলোকে পায়ে এবং দেহের পিছনের অংশে মোটা লাঠি দিয়ে আঘাত করে  বলে অভিযোগ করেন কুকুরপ্রেমীরা। সেই থেকে কুকুরগুলো অসুস্থ হয়ে পড়ে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। 

  • 6/14

কুকুরপ্রেমীদের আরও অভিযোগ, কেউ বা কারা ওই কুকুরগুলোকে মারধর করার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছে।

  • 7/14

যদিও ওই কুকুরগুলোকে আগেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। ফলে কামড়ালে আশঙ্কার কিছু নেই। তা-ও এই ঘটনা।

  • 8/14

এই নিয়ে তারা স্থানীয় ব্যাটরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তারা একটা মামলা শুরু করেছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

  • 9/14

রুবেল অধিকারী নামে এক স্থানী বাসিন্দা এবং কুকুরপ্রেমী জানান, কালীপুজোর রাত একটা কুকুরকে খুঁজে পাচ্ছিলাম না। এদিক ওদিক খোঁজার চেষ্টা করি। পরের দিন খুঁজে পাই। সারক্ষণ খেলা করে, চুপচাপ থাকে না। তখন সন্দেহ হয়। বমিও করে। ডাক্তারদের সঙ্গে কথা বলি। তিনি সন্দেহ করেন বিষ খাইয়ে দেওয়া হয়েছে। 

  • 10/14

তিনি দাবি করেন, এখানে থাকা সব ক'টা কুকুরকে মারা হয়েছে। পায়ে চোট লেগেছে। আগেও হয়েছে পাড়া প্রতিবেশিরাই করেছে। অচেনা মানুষ দেখলে তো চেঁচাবে। পুলিশ এসেছিল। প্রশাসন ব্যবস্থা না করলে এদের বাঁচিয়ে রাখা সম্ভব নয়।

  • 11/14

তিনি বলেন, আশা করছি, পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে। সবার ভ্যাকসিনেশন করা রয়েছে।

  • 12/14

আর এক কুকুরপ্রেমী ঋতুপর্ণা সাউ জানান, এদের বাঁচাব। এর মা নেই। মারা গিয়েছে। 

  • 13/14

তিনি বলেন, এদের  জন্ম হওয়ার পর থেকেই খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছি। সব টিকা দিয়েছি। স্টেরিলাইজেশন করিয়ে এনেছি। তারপরও এরপর মানুষ মারলে কী করব!

  • 14/14

তিনি বলেন, দেখা যাক, প্রশাসন কী ব্যবস্থা নেয়।

Advertisement
Advertisement