Advertisement

অপরাধ

দুর্গাপুরে মাথার খুলি-কঙ্কাল! মাটি সরাতেই মিলল জামাও, আতঙ্কে এলাকাবাসী

অনিল গিরি
  • 03 Feb 2021,
  • Updated 6:51 PM IST
Human skull
  • 1/6

শিউরে ওঠার মত ঘটনা ঘটেছে দুর্গাপুরে। বিজন ফাঁড়ির অন্তর্গত সেপকো টাউনশিপের মিলল খুলি-সমেত নরকঙ্কাল। এমনকী মাটি খুঁড়তে মিলল জামাও। এমন ঘটনায় কার্যত শিউরে কাঁটা হয়ে রয়েছে এলাকাবাসী।

  • 2/6

ঠিক কী ঘটেছে? টাউনশিপের এক বাসিন্দা হঠাৎই দেখতে পান দুটি বাড়ির মাঝে বেশ কিছু হাড়গোড় পড়ে রয়েছে। দেখেই আতঙ্কিত ওই ব্যক্তি খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পুলিশ আসার পর খবর দেওয়া হয় দুর্গাপুরের মহকুমা শাসককে।
 

  • 3/6

এরপর ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন্ত বাগচীর উপস্থিতিতে শুরু হয় মাটি খোঁড়ার কাজ। উদ্ধার হয় মানুষের মাথার খুলি ও দেহের কিছু হাড়গোড়।

  • 4/6

তবে তা পুরুষ না মহিলার তা বোঝার উপায় ছিল না। ফরেন্সিক পরীক্ষা করে তবেই জানা যাবে বলে জানান হয়েছে। তবে একটি জামা ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে।

  • 5/6

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে নরকঙ্কাল ওখানে এল তা খতিয়ে দেখতে চলছে জিজ্ঞাসাবাদও। 

  • 6/6

সেপকো টাউনশিপের এই ঘটনায় এখন আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। এমন ঘটনার সাক্ষী তাদের জীবনে এই প্রথম বলেই জানিয়েছে তারা। বুধবারের এই ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Advertisement
Advertisement