Advertisement

খেলনা পিস্তল নিয়ে পুলিশ সেজে তোলাবাজির চেষ্টা, আলিপুরদুয়ারে ধৃত চার

খেলনা পিস্তল দিয়ে ভয় দেখানোর অভিযোগে, জয়গাঁ থেকে গ্রেপ্তার চার নকল পুলিশ। এক ব্যবসায়ীর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাতদিন পরে ওই চার নকল পুলিশকে গ্রেপ্তার করেছে জয়গাঁ থানার পুলিশ।

আলিপুরদুয়ারে ধৃত ভুয়া পুলিশ
অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 05 Jun 2021,
  • अपडेटेड 4:30 PM IST
  • ভুয়া পুলিশ সেজে নকল রেড
  • জয়গাঁ পুলিশের জালে ধৃত চার দুষ্কৃতী
  • ধৃতদের কাছ থেকে উদ্ধার খেলনা পিস্তল

খেলনা পিস্তলেই আতঙ্ক

খেলনা পিস্তল দিয়ে ভয় দেখানোর অভিযোগে, জয়গাঁ থেকে গ্রেপ্তার চার নকল পুলিশ। এক ব্যবসায়ীর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাতদিন পরে ওই চার নকল পুলিশকে গ্রেপ্তার করেছে জয়গাঁ থানার পুলিশ।

জয়গাঁ থানার পুলিশ পরিচয়ে তোলাবাজির চেষ্টা

ঘটনার সূত্রপাত ২৯ মে রাতে। ধৃত ওই চার দুষ্কৃতী ২৯ মে রাতে খেলনা পিস্তল নিয়ে স্থানীয় ব্যবসায়ী ধর্মকুমার গুপ্তার বাড়িতে প্রবেশ করে। এবং নিজেদের জয়গাঁ থানার পুলিশ বলে পরিচয় দেয়।

দুষ্কৃতীদের ছক

জয়ঁগা এলাকার ওই ব্যবসায়ী ধর্মকুমারবাবু জানান চারজন দুষ্কৃতী রাতে আমার বাড়িতে ঢুকে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। ওই চার জন আমাকে বলেন, আমার বিরুদ্ধে  অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এরপর ওই চারজন আমার বাড়ির সমস্ত ঘরে তল্লাশি শুরু করে।

গ্রেফতার না করার বিনিময়ে তিন লক্ষ দাবি

এরপরই ওই চারজন আমার কাছে নগদ তিন লাখ টাকা দাবি করে। ধর্মকুমারবাবু জানান, এরপর ওই চারজনকে আমার সন্দেহ হয়। এরপর সাহস করে ওই ব্যবসায়ী এবং তাঁর পরিবার নকল পুলিশদের পরিচয় জানতে চাইলে তাঁরা ওই ব্যবসায়ীর বাড়ি থেকে পালিয়ে যায়। পরের দিন তিনি জয়গাঁও থানায় সন্দেহভাজন ওই চারজনের বিরুদ্ধে জয়গাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

ফের ফোনে হুমকি

তারপর দিন ওই ব্যবসায়ীকে ফের অজ্ঞাত নম্বর থেকে ফোন করে দুষ্কৃতীদের একজন। পুলিশে দায়ের করা অভিযোগ প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

ফোনের সূত্র ধরেই তদন্ত শুরু

সেই ফোনের সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে। এরপর পুলিশ ওই ফোন নম্বর ট্র্যাক করে অভিযুক্তদের ধরে ফেলে। শনিবার জয়ঁগা থানার  ওসি অভিষেক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বলেন, টানা ছয়দিন তদন্ত চালিয়ে ও নজরে রেখে ওই চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। চার অভিযুক্তকে কালচিনি ব্লকের একাধিক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement

ধৃতদের পরিচয়

পুলিশ জানিয়েছে চার অভিযুক্ত কিরণ শর্মা, সুভাষ লামা, শুভম বিশ্বকর্মা, মিগমা দোরজি। 
এই চার জন অভিযুক্তকে গ্ৰেপ্তার করে শনিবার আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে। 
পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটি নকল পিস্তল উদ্ধার করেছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement