হুগলির ডানকুনি থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ধৃতের নাম মহম্মদ সাহাদাত হোসেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় সাহাদাতকে।গ্রেফতারের পর তাঁকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন ধৃত।
তদন্তে জানা গিয়েছে, সাহাদাত হোসেন বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। ২০২০ সালে তিনি ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন। কিন্তু তিন মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে দেশে ফেরেনি। বরং ডানকুনির মনোহরপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে।
এরপর দীর্ঘদিন ধরে সে ভারতে অবৈধভাবে বসবাস করছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশ তাকে পাকড়াও করে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পাসপোর্ট।
সে কী কারণে এতদিন ভারতে লুকিয়ে ছিল, কিংবা এর পিছনে কোনও চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ। তদন্ত চলছে বিভিন্ন দিক খতিয়ে দেখে।
ঘটনার জেরে ডানকুনির মনোহরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ।
একইসঙ্গে অভ্যন্তরীণ এলাকাতেও সন্দেহভাজন বিদেশিদের ওপর নজরদারি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। প্রশাসনের কড়া অবস্থানের ফলে পরপর ধরা পড়ছে অনুপ্রবেশকারী ও দালালরা।
ডানকুনির এই গ্রেফতারির ঘটনা ফের মনে করিয়ে দিল, বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে সতর্ক থাকতেই হবে সাধারণ মানুষকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এমন কোনও বিদেশি নাগরিককে দেখে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিতে।
রিপোর্টার- ভোলানাথ সাহা