Advertisement

বেডরুমে CCTV লাগাল স্বামী, রেকর্ড করল স্ত্রী'র অশ্লীল ভিডিও; তারপর...

স্ত্রী-কে না জানিয়ে বেডরুমে CCTV লাগাল স্বামী। তারপর স্ত্রীর অশ্লীল ভিডিও তুলল সে। ঘটনা মধ্যপ্রদেশের খান্ডোয়ার। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্য়ে একদম বনিবনা ছিল না। স্ত্রী-র উপর প্রতিশোধ নিতেই এই কাজ করে স্বামী। আর রেকর্ডেড ভিডিও ভাইরাল করে দেয়।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • মধ্যপ্রদেশ ,
  • 30 Aug 2023,
  • अपडेटेड 9:25 PM IST
  • স্ত্রী-কে না জানিয়ে বেডরুমে CCTV লাগাল স্বামী
  • তারপরের ঘটনা কী হল ?

স্ত্রী-কে না জানিয়ে বেডরুমে CCTV লাগাল স্বামী। তারপর স্ত্রীর অশ্লীল ভিডিও তুলল সে। ঘটনা মধ্যপ্রদেশের খান্ডোয়ার। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্য়ে একদম বনিবনা ছিল না। স্ত্রী-র উপর প্রতিশোধ নিতেই এই কাজ করে স্বামী। আর রেকর্ডেড ভিডিও ভাইরাল করে দেয়। 

নির্যাতিতার অভিযোগ, তাঁর স্বামী তাঁকে না জানিয়ে বেডরুমে CCTV লাগিয়েছিল। তারপর তাঁর ভিডিও ভাইরাল করে দেয়। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে FIR দায়ের করেছে। 

প্রায় দুই বছর আগে ইন্দোরের এক মেয়েকে বিয়ে করে অভিযুক্ত। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। এরপর স্ত্রী ডিভোর্স আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। ভরণপোষণের দাবিও জানান। তবে চার মাস আগে তাদের মধ্যে একটি সমঝোতা হয় এবং  একসঙ্গে থাকতে শুরু করে।

কিছু দিন পর আবারও দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন ওই যুবতী তার বাবা-মায়ের বাড়িতে এসে বসবাস শুরু করে। এদিকে গত ৯ আগাস্ট স্ত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল করে ওই যুবক। শুধু তাই নয়, ভিডিওটি শ্বশুর ও শ্যালককেও পাঠায়। এরপর নির্যাতিতা ও তার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। 

ঘটনা নিয়ে খান্ডোয়ার পুলিশ সুপার সত্যেন্দ্র কুমার শুক্লা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছিল। স্বামী মেয়ের বাড়িতে একটি ভিডিও পাঠায়। আত্মীয়দের কাছে ভিডিওটি পাঠানো হয়। ঘটনা জানতে পেরে স্ত্রী থানায় অভিযোগ করে। 

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, আইটি আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করেছে তা কাম্য নয়। নিজের স্ত্রীর অশ্লীল ভিডিও সে ভাইরাল করেছে যা অপরাধ। তিনি আরও জানান, গোপনে এই ভিডিও তোলা হয়। যুবতী মায়ের বাড়ি যাওয়ার আগে এই ভিডিও তুলে রেখেছিল স্বামী। 

 

Read more!
Advertisement
Advertisement