Advertisement

তৃতীয় স্বামীর মন রাখতে মেয়েকে পুড়িয়ে মারল মা!

জানা গিয়েছে, শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল জয়লক্ষ্মীর মেয়ের। তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবে সে মারা যায়। ক্লাস ফাইভের ওই ছাত্রীর মা জয়লক্ষ্মীর তৃতীয় স্বামী পদ্মনাভ।

ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • চেন্নাই ,
  • 01 Feb 2022,
  • अपडेटेड 5:18 PM IST
  • স্বামীর বিশ্বাস রাখতে নিজের মেয়েকে খুন করল মা
  • ঘটনা চেন্নাইয়ের থিরুভোত্তুয়রের
  • পুলিশ সূত্রে খবর, নিজের মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেন ওই ৩৮ বছরের মহিলা

স্বামীর বিশ্বাস রাখতে নিজের মেয়েকে খুন করল মা। ঘটনা চেন্নাইয়ের থিরুভোত্তুয়রের। পুলিশ সূত্রে খবর, নিজের মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেন ওই ৩৮ বছরের মহিলা। ঘটনায় ওই মহিলা অর্থাৎ জয়লক্ষ্মী ও তার স্বামী পদ্মনাভকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল জয়লক্ষ্মীর মেয়ের। তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবে সে মারা যায়। ক্লাস ফাইভের ওই ছাত্রীর মা জয়লক্ষ্মীর তৃতীয় স্বামী পদ্মনাভ। আর এই পদ্মনাভ জয়লক্ষ্মীর মেয়েকে সহ্য করতে পারত না। 

আরও পড়ুন

জয়লক্ষ্মীর ২ মেয়ে। জয়লক্ষ্মীর বয়স যখন ১৯ তখন তার প্রথম বিয়ে হয়। দুই মেয়ের মধ্যে একজন এখন নার্সিং পড়ছে। আর একজন অর্থাৎ ক্লাস ফাইভের এই ছাত্রী মায়ের সঙ্গেই থাকত। 

পুলিশ জানিয়েছে, পদ্মনাভর আগে পাল্লাভান ও তার ভাই দুরাইরাজকে বিয়ে করে জয়লক্ষ্মী। 

Read more!
Advertisement
Advertisement