Advertisement

Devdutta Majhi : পুলিশকর্মীকে সপাটে চড় মারার অভিযোগ! মামলা দায়ের BJP নেতা দেবদত্তর বিরুদ্ধে

Devdutta Majhi: বিজেপি নেতা দেবদত্ত মাজির বিরুদ্ধে মামলা দায়ের হল। বৃহস্পতিবার এক হোমগার্ডের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এন্টালি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

হোমগার্ডকে চড় মারার অভিযোগ বিজেপি নেতা দেবদত্ত মাজির বিরুদ্ধে মামলা দায়ের (প্রতীকী ছবি/ফেসবুক)হোমগার্ডকে চড় মারার অভিযোগ বিজেপি নেতা দেবদত্ত মাজির বিরুদ্ধে মামলা দায়ের (প্রতীকী ছবি/ফেসবুক)
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 09 Sep 2021,
  • अपडेटेड 12:24 AM IST
  • বিজেপি নেতা দেবদত্ত মাজির বিরুদ্ধে মামলা দায়ের হল
  • বৃহস্পতিবার এক হোমগার্ডের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে
  • এন্টালি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে

Devdutta Majhi: বিজেপি নেতা দেবদত্ত মাজি (BJP Leader Devdutta Majhi)-র বিরুদ্ধে মামলা দায়ের হল। বৃহস্পতিবার এক হোমগার্ডের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এন্টালি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী হোমগার্ড
জিতেন্দ্র শর্মা নামে ওই হোমগার্ড আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। তিনি উল্টোডাঙ্গা থানায় কর্মরত। বৃহস্পতিবার এনআরএন হাসপাতালের সামনে বিজেপি নেতা দেবদত্ত মাজি (BJP Leader Devdutta Majhi) তাঁকে মেরেছেন বলে অভিযোগ।

কোন কোন ধারায় মামলা, দেখে নিই
বিজেপি নেতা দেবদত্ত মাজি (BJP Leader Devdutta Majhi)-র বিরুদ্ধে ১৮৬, ১৮৯, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৫০৬, ১২০বি, ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

কী অভিযোগ?
এদিন দুপুর ১ট নাগাদ অভিযুক্ত দেবদত্ত মাজি (BJP Leader Devdutta Majhi) এবং আরও কয়েকজন বিজেপি সমর্থক এনআরএস হাসপাতালের অটোপসি বিভাগের কাছে জড়ো হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের বিধি ভেঙেছে তারা।

সে সময় ওই ব্যক্তি অভিযোগকারীকে চড় মেরেছে এবং তাঁকে ধাক্কা দিয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত করা হচ্ছে।

এদিন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মরদেহ আনতে গিয়েছিলেন তাঁর পরিবারের সদস্য এবং দলের কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাধে। সেখানে উত্তেজনা তৈরি হয়।

নিহত অভিজিৎ সরকারের পরিবারের দাবি
মৃত বিজেপি কর্মীর মাকে ভয় দেখিয়ে সাদা কাগজে সই করার চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কিছু দিন আগে কলকাতা পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। কলকাতার নারকেলডাঙা এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে বাড়িতে এসে মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মাকে ভয় দেখিয়ে সাদা কাগজে সই করানোর চেষ্টার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে।

মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিতের অভিযোগ, বৃহস্পতিবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগের কিছু আধিকারিক তাঁদের নারকেলডাঙ্গার বাড়িতে আসেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement