হুগলির উত্তরপাড়া থানা এলাকার কোতরং ২ নম্বর বাজারে রবিবার দুপুরে চাঞ্চল্য। বাজার করতে এসে ৫০০ টাকার জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করছিল দুই যুবক। সন্দেহ হওয়ায় এক ব্যবসায়ী নোট পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ! মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজারজুড়ে। তখনই একজন পালিয়ে যায়, অন্যজনকে ধরে ফেলেন ব্যবসায়ীরা। পরে পুলিশ এসে তাকে আটক করে।
রবিবার, ৯ ফেব্রুয়ারি। সপ্তাহের শেষ দিনে অনেকেই বাজার করতে আসেন। বাড়িতে একটু দেরিতে রান্না হলেও খাওয়াদাওয়াটা ঠিকঠাক চাই। তাই মাছ, মাংস, সবজি কিনতে ব্যস্ত ছিলেন ক্রেতারা। ঠিক তখনই বাজারে আসেন দুই যুবক। একের পর এক দোকান থেকে কেনাকাটা করতে থাকেন। তবে সমস্যা হয় টাকা মেটানোর সময়।
১০০ টাকার জিনিস কিনলেও তাঁরা ৫০০ টাকার নোট দিচ্ছিলেন। খুচরোর সমস্যা হওয়ায় ব্যবসায়ীরা একটু অসন্তুষ্ট হলেও না চাইলেও ফেরত দিতে হচ্ছিল। কিন্তু সন্দেহ বাড়তে থাকে, যখন বারবার একই ধরনের নোট বের করতে থাকেন তারা।
এসময় এক প্রবীণ ব্যবসায়ী বিষয়টি লক্ষ্য করেন। তিনি নিজের দোকানে আসা ৫০০ টাকার নোট হাতে নিয়ে ভাল করে পরীক্ষা করেন। তখনই দেখা যায়, সেটি আসল নয়, জাল নোট। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি আশপাশের দোকানদারদের জানান। মুহূর্তের মধ্যে চারপাশে শোরগোল পড়ে যায়। ব্যবসায়ীরা তখন যুবকদের আটকানোর চেষ্টা করেন।
সন্দেহের গন্ধ পেয়েই একজন যুবক দ্রুত পালিয়ে যায়। কিন্তু অন্য যুবককে ধরে ফেলেন ব্যবসায়ীরা। তারা কাউন্সিলরকে খবর দেন এবং পুলিশের কাছে অভিযোগ জানান।
খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবককে থানায় নিয়ে যায়। এরপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। দেখা যায়, বাজারে তারা যে ৫০০ টাকার নোট ব্যবহার করছিলেন, সেগুলি সবই জাল।
দিনদুপুরে এই ঘটনা সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বাজারে। ব্যবসায়ীদের আশঙ্কা, যদি এভাবে খোলা বাজারে জাল নোট ছড়িয়ে পড়ে, তাহলে ব্যবসা করতে আরও সমস্যায় পড়তে হবে। অনেকেই বলছেন, প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। না হলে বাজারে প্রতারণার ঘটনা বাড়তে পারে।
স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাস বলেন, ‘এই ঘটনা জানার পরেই আমি ঘটনাস্থলে আসি। পুলিশও দ্রুত আসে এবং অভিযুক্ত যুবককে ধরে ফেলে। জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার কেষ্টপুরে। সম্ভবত তারা চার চাকা গাড়িতে করে বাজারে এসেছিল। তদন্তে সাহায্য করতে আমরা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছি।’
পুলিশও জানিয়েছে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এই জাল নোট চক্রের পিছনে আর কে বা কারা জড়িত, তাও জানার চেষ্টা চলছে।
সংবাদদাতাঃ ভোলানাথ সাহা