Advertisement

Hyderabad Murder: হৃৎপিণ্ড উপড়ে কাটা হল গোপনাঙ্গ, গার্লফ্রেন্ডকে মেসেজ করায় বন্ধুকে খুন যুবকের

পুলিশ নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

গার্লফ্রেন্ডকে মেসেজ করায় বন্ধুকে নৃশংস খুন যুবকেরগার্লফ্রেন্ডকে মেসেজ করায় বন্ধুকে নৃশংস খুন যুবকের
Aajtak Bangla
  • হায়দরাবাদ,
  • 26 Feb 2023,
  • अपडेटेड 10:37 AM IST
  • বন্ধুকে খুন করার পরে অভিযুক্ত যুবক থানায় আত্মসমর্পণ করে
  • পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে

গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠানো ও কথা বলার কারণে বন্ধুকে নৃসংশভাবে খুন করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদে (Hyderabad)। নিহত যুবকের শিরচ্ছেদ করে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়, গোপনাঙ্গ ও আঙুল কেটে নেওয়া হয়। বন্ধুকে খুন করার পরে অভিযুক্ত যুবক থানায় আত্মসমর্পণ করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবীন, হরিহর কৃষ্ণ ও মেয়েটি একই কলেজে পড়ত। মেয়েটির প্রেমে পড়ে যায় দু'জনই। নবীন প্রথম মেয়েটির প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করে এবং দু'জন ডেটিং শুরু করে। কয়েক বছর পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর মেয়েটি হরিহর কৃষ্ণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, নবীন ব্রেকআপ সত্ত্বেও মেয়েটির সঙ্গে ক্রমাগত যোগাযোগে ছিল এবং তাঁকে টেক্সট এবং কল করত। সেটা মোটেই ভাল চোখে দেখত না কৃষ্ণ।

আরও পড়ুন

এই বিষয়টি নিয়ে নবীন ও হরিহর কৃষ্ণের মধ্যে ১৭ ফেব্রুয়ারি ঝগড়া হয়। আচমকা নবীনকে গলা টিপে হত্যা হহিরর। তারপর তার শিরচ্ছেদ করে হৃৎপিণ্ড বের করে। গোপনাঙ্গ ও আঙুলও কেটে নেয় সে। এরপর সটান থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

পুলিশ নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Read more!
Advertisement
Advertisement