Advertisement

Galsi Sex Racket: গলসির ওই হোটেলে মেয়েদের আটকে রেখে রমরমিয়ে সেক্স র‍্যাকেট? গ্রেফতার ৫

জাতীয় সড়কের মত জনবহুল জায়গায় গজিয়ে ওঠা হোটেলে মহিলাদের নিয়ে রমরমিয়ে চলছে মধুচক্র। পুলিশ খবর পাওয়া মাত্রই হানা দেয় হোটেলে। জানা যায় ওই মহিলাদের জোর করে সেখানে আটকে রেখে মধুচক্র চালানো হত। এই অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে পুলিশ। আর তাতেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকার জাতীয় সড়ক এলাকার ঘটনা।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
বিশাল দাস
  • পূর্ব বর্ধমান,
  • 14 Nov 2024,
  • अपडेटेड 1:41 PM IST

জাতীয় সড়কের মত জনবহুল জায়গায় গজিয়ে ওঠা হোটেলে মহিলাদের নিয়ে রমরমিয়ে চলছে মধুচক্র। পুলিশ খবর পাওয়া মাত্রই হানা দেয় হোটেলে। জানা যায় ওই মহিলাদের জোর করে সেখানে আটকে রেখে মধুচক্র চালানো হত। এই অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে পুলিশ। আর তাতেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকার জাতীয় সড়ক এলাকার ঘটনা।

সূত্র মারফত খবর পেতেই তৎপর হয় পুলিশ। হোটেলে বিশাল বাহিনী নিয়ে হানা দেয় পুলিশ। সেখানে গিয়ে পরিস্থিতি দেখে থ হয়ে যান পুলিশ আধিকারিকরা! ১২ জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাঁদের জোর করে সেখানে আটকে রাখা হয়েছিল। তবে এই মহিলাদের কোথা থেকে আনা হয়েছিল সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি পুলিশ।

অভিযোগের ভিত্তিতে ম্যানেজার, হোটেল মালিক সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, হোটেল থেকে বেআইনি কাজে যুক্ত বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। হোটেলের লাইসেন্স বাতিল প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁদেরকে আদালতে তোলা হয়। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের নজরদাড়ির মধ্যে কীভাবে দিনের পর দিন এই রকমের ঘটনা ঘটছে, তা নিয়েই আঙুল উঠতে শুরু করেছে।

Read more!
Advertisement
Advertisement