Advertisement

কালিয়াচককাণ্ড: ইংলিশ সিরিয়াল কিলারের ধাঁচে 'Acid Bath Murder'-এর পরিকল্পনা ছিল আসিফের!

কালিয়াচককাণ্ডে যত দিন যাচ্ছে ও তদন্ত এগোচ্ছে ততই আসিফ মেহবুবকে নিয়ে রহস্য ঘনিভূত হচ্ছে তদন্তকারীদের মনে। আসিফ যে সাধারণ খুনি নয় তা যেন হারে হারে টের পাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

আসিফ
মিল্টন পাল
  • কলকাতা ও মালদা ,
  • 22 Jun 2021,
  • अपडेटेड 3:43 PM IST
  • Acid Bath Murder-র জনক মনে করা হয় ইংলিশ সিরিয়াল কিলার জন জর্জ হেইকে
  • ছয়জনকে হত্যার অপরাধে সে সাজা পায়

কালিয়াচককাণ্ডে যত দিন যাচ্ছে ও তদন্ত এগোচ্ছে ততই আসিফ মেহবুবকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে তদন্তকারীদের মনে। আসিফ যে সাধারণ খুনি নয় তা যেন হারে হারে টের পাচ্ছেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পর আধিকারিকদের অনুমান, 'অ্যাসিড বাথ মার্ডার'-এর পরিকল্পনা ছিল আসিফের। পরিবারের চার সদস্যের মৃতদেহ পরীক্ষা ও গুদামঘর থেকে উদ্ধার হওয়া রাসায়নিক দেখে প্রাথমিকভাবে তাই মনে করছেন তদন্তকারীরা। 

কী এই Acid Bath Murder? 
Acid Bath Murder-র জনক মনে করা হয় ইংলিশ সিরিয়াল কিলার জন জর্জ হেইকে। ছয়জনকে হত্যার অপরাধে সে সাজা পায়। যদিও জন জানিয়েছিল, সে ৯ জনকে খুন করেছে। তার খুন করার ধরনকে Acid Bath Murder বলা হয়। জন জানিয়েছিল সে খুন করার পর দেহগুলিকে সালফিউরিক অ্যাসিডে ডোবাত। সে খুন করত লোকের সম্পত্তি হাতানোর জন্য। 

আরও পড়ুন : শ্যামাপ্রসাদের মৃত্যু কী ভাবে? তদন্ত কমিশনের দাবিতে হাইকোর্টে মামলা

Acid Bath Murder-এর সঙ্গে কালিয়াচকের মিল

জানা গিয়েছে, আসিফের ল্যাপটপ ও মোবাইল এর search history-তে নানানভাবে খুনের প্রক্রিয়া ও দেহ লোপাটের পদ্ধতির সন্ধান পাওয়া গিয়েছে। কীভাবে, কোন অ্যাসিড বা কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে তাই নিয়ে নাকি বিস্তারিত স্টাডিও করেছিল আসিফ। আবার গোডাউনের ভিতর কিছু কেমিকালের ড্রাম ও পাওয়া গিয়েছে। তার ভেতরে থাকা রাসায়নিক পরীক্ষা করা হচ্ছে। 

কালিয়াচককাণ্ডে অভিযুক্ত আসিফ দু'বছর নিখোঁজ ছিল। তার কার্যকলাপ দেখে গোয়েন্দাদের অনুমান, সে কোনও জঙ্গি সংগঠন বা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। এর কারণ হিসেবে পুলিশ জানাচ্ছে, মাত্র ১৯ বছরের ওই যুবক তদন্তকারীদের মাঝে মাঝে বিপথে চালানোর চেষ্টা করছে। 

আবার আসিফের বাড়ির গঠনও তদন্তকারীদের ভাবাচ্ছে। সেই কারণে গোয়ান্দে এজেন্সির কাছে বাড়ির নকশা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। অন্যত্র কোথাও এই ধরনের বাড়ি রয়েছে কিনা তার খোঁজ চলছে। পুলিশের অনুমান, এই রকম বাড়ি তৈরীর পরিকল্পনার পিছনে ছিল বড় কোনও পরিকল্পনা। সেই পরিকল্পনার কথা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement