বৃহস্পতিবার কলকাতার একটি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ, অপারেশনের জন্য অর্ধ-অচেতন করা অবস্থায় ৩৯ বছর বয়সী ওই মহিলার শ্লীলতাহানি করা হয়েছে। তিনি ইতিমধ্যেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন।
পিত্তথলির অস্ত্রোপচারের জন্য ভর্তি হওয়া ওই রোগী দাবি করেছেন যে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে ওটিতে স্থানান্তরিত করা হয়েছিল এবং অ্যানেস্থেশেসিয়া দেওয়া হয়েছিল। সকাল ১১টার মধ্যে অস্ত্রোপচার শেষ হয়েছিল। অভিযোগে তিনি জানিয়েছেন, অর্ধ সচেতন অবস্থায় তিনি অনুভব করেছিলেন। কেউ তাঁর যৌনাঙ্গ স্পর্শ করছে।
তাঁর কথায়, আমার ডান পাশে দাঁড়িয়ে থাকা কেউ আমাকে হাতছানি দিচ্ছিল। এটা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল। যখন আমি ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম যে আমাকে হাতছানি দেওয়া হচ্ছে। আমি সবকিছু অনুভব করতে পারছিলাম কিন্তু আমি নড়াচড়া করতে বা তাকে থামাতে পারিনি। অ্যানেস্থেশিয়ার প্রভাবে। কিন্তু জ্ঞান ফিরে পেয়ে আমি নিজের গোপনাঙ্গে দাগ দেখতে পেয়েছি।
ওই মহিলার আরও অভিযোগ, অপরাধের সময় কোনও নারী চিকিৎসা কর্মী কর্মী উপস্থিত ছিলেন না। তবে আমার ডান বুকে ছোপ ছোপ দাগ রয়েছে। শুক্রবার ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রোগী নিজেই। তাঁর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগকারী মহিলার মেডিকেল টেস্টও করা হয়েছে।
ডিসিপি প্রিয়ব্রত রায় সংবাদমাধ্যমকে বলেন, একটি অত্যন্ত গুরুতর অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে IPC 354 ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি।
শহরের নামি ওই বেসরকারি হাসপাতালের জনসংযোগ আধিকারিক অমিতাভ চক্রবর্তী বিষয়টিতে কোনও মন্তব্য করেন নি।
আরও পড়ুন-রক্ষাকবচ আর নেই, অভিষেক-শ্যালিকার মামলা খারিজ হাইকোর্টে