Advertisement

Passport Scam: জাল পাসপোর্ট-কাণ্ডের অন্যতম চক্রী প্রাক্তন SI, গ্রেফতার আব্দুল হাই

Passport Scam: ভুয়ো পাসপোর্ট কান্ডে এবার গ্রেফতার অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। অভিযুক্তের নাম আবদুল হাই(৬১ বছর)। কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইনস্পেক্টর তিনি। কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনেই কাজ করতেন তিনি। ইন্ডিয়া টুডের সূত্র মারফত মিলেছে এই খবর। 

ভুয়ো পাসপোর্ট কেসে এবার গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন আধিকারিক।ভুয়ো পাসপোর্ট কেসে এবার গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন আধিকারিক।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2025,
  • अपडेटेड 4:42 PM IST

Passport Scam: ভুয়ো পাসপোর্ট কান্ডে এবার গ্রেফতার অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। অভিযুক্তের নাম আবদুল হাই(৬১ বছর)। কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইনস্পেক্টর তিনি। কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনেই কাজ করতেন তিনি। ইন্ডিয়া টুডের সূত্র মারফত মিলেছে এই খবর। 

কলকাতা পুলিশের দাবি, ভুয়ো পাসপোর্ট নিয়ে তদন্ত চলাকালীন, বেশ কিছু পুলিশ আধিকারিকের এর সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত মেলে। পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন অন্য়তম গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশেষভাবে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের উপর এর দায়িত্ব থাকে।

এর আগে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে ২ জনের নাম উঠে আসে। এঁরা কলকাতা পুলিশের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন আবদুল হাই। গত বছরই কলকাতা পুলিশ থেকে রিটায়ার করেছেন। 

পাসপোর্ট জালিয়াতি চক্রে আবদুল হাইয়ের জড়িত থাকার একাধিক ইঙ্গিত পান তদন্তকারীরা। এরপরেই আর বিলম্ব করেননি তাঁরা। 

৩ ডিসেম্বর রাত পৌনে বারোটা নাগাদ উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার কামারপুরের বাড়ি থেকে আবদুল হাইকে গ্রেফতার করা হয়। 

সব মিলিয়ে পাসপোর্ট জালিয়াতি কেসে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

পাসপোর্ট সেকশনের আধিকারিক

গ্রেফতার হওয়া পুলিশ আধিকারিক কলকাতা পুলিশের সিকিউরিটি কনট্রোল অর্গানাইজেশনের(SCO) পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন।

এই পাসপোর্ট সেকশনই ডকুমেন্ট ভেরিফিকেশনের গুরুদায়িত্ব পালন করে। পুলিশ সূত্রে খবর, এই সেকশনে কাজের সুবাদে আবদুল হাই কোনওভাবে জালিয়াতি চক্রকে অনায্য় সুবিধা প্রদান করে থাকতে পারেন। এর বিনিময়ে মোটা টাকার কারবারও জড়িয়ে থাকতে পারে।

আপাতত আবদুল হাইকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। সেখান থেকেই পাসপোর্ট জালিয়াতি চক্রের আরও তথ্য বেরিয়ে আসতে পারে।

Read more!
Advertisement
Advertisement