Advertisement

Fake Customs Officer: নীলবাতি গাড়ি-পিস্তল, চাকরির নামে কোটি টাকা তুলত, জালে সেই ভুয়ো কাস্টমস অফিসার

আর্থিক প্রতারণা তাও আবার কাস্টমস অফিসারের পরিচয় দিয়ে। আবার টাকার পরিমাণ জানলে চমকে উঠবেন। প্রায় কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল ভুয়ো  কাস্টমস অফিসারকে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন। নীলবাতির গাড়ি ব্যবহারেরও অভিযোগ।  অভিযুক্ত মিহির ঘোষকে কাচরাপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। 

ভুয়ো কাস্টমস অফিসার গ্রেফতার।ভুয়ো কাস্টমস অফিসার গ্রেফতার।
শুভদীপ রক্ষিত
  • কাঁচরাপাড়া,
  • 18 Apr 2025,
  • अपडेटेड 11:25 AM IST
  • গ্রেফতার করা হল ভুয়ো  কাস্টমস অফিসারকে।
  • অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন।
  • নীলবাতির গাড়ি ব্যবহারেরও অভিযোগ।  

আর্থিক প্রতারণা তাও আবার কাস্টমস অফিসারের পরিচয় দিয়ে। আবার টাকার পরিমাণ জানলে চমকে উঠবেন। প্রায় কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল ভুয়ো  কাস্টমস অফিসারকে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন। নীলবাতির গাড়ি ব্যবহারেরও অভিযোগ।  অভিযুক্ত মিহির ঘোষকে কাচরাপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। 

জানা গিয়েছে, অভিযুক্ত বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতেন এবং সেখানেও একাধিক ব্যক্তির থেকে চাকরি দাওয়ার নাম করে টাকা হাতাতেন। ধৃতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নীল বাতির গাড়িও উদ্ধার করা হয়েছে। কাস্টমস অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন বলেও অভিযোগ।

এর আগে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা একাধিকবার টাকা চাইতে এসেছিল বলেও এলাকায় কান পাতলে শোনা যায়। পুলিশ সুত্রের খবর, এই প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সব মিলিয়ে এবার এই কাণ্ডে মিহিরের সঙ্গে কে বা কারা জড়িত, সেই বিষয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদদাতা- দীপক দেবনাথ

Read more!
Advertisement
Advertisement