Advertisement

Kolkata: কলকাতায় ৭ মাসের শিশুকন্যাকে ধর্ষণ, সেই যুবক দোষী সাব্যস্ত, কী শাস্তি?

কলকাতার ফুটপাথে সাত মাসের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার দোষীর শাস্তি ঘোষণা করা হবে। গত ৩০ নভেম্বর শোভাবাজারের বড়তলা থানায় শিশু নিখোঁজ হয়ে যায়। সেই অভিযোগ জানিয়েছিলেন শিশু কন্যার মা। এরপর ঘণটাখানেক পর ওই ফুটপাথ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তাঁর মা অভিযোগ করেন, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2025,
  • अपडेटेड 4:31 PM IST

কলকাতার ফুটপাথে সাত মাসের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার দোষীর শাস্তি ঘোষণা করা হবে। গত ৩০ নভেম্বর শোভাবাজারের বড়তলা থানায় শিশু নিখোঁজ হয়ে যায়। সেই অভিযোগ জানিয়েছিলেন শিশু কন্যার মা। এরপর ঘণটাখানেক পর ওই ফুটপাথ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তাঁর মা অভিযোগ করেন, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়। 

গত ২৯ নভেম্বর স্থানীয় পুলিশকে ওই শিশুকন্য়ার মা অভিযোগ জানান, তাঁর সাত মাসের কন্যা সন্তানকে যৌন নির্যাতন করা হয়েছে। এরপর এই ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপর গত ৪ ডিসেম্বর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত এক ব্যক্তিকে। 

শিশুকন্যার শরীরে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। গুরুতর আঘাত মেলে একরত্তির শরীরে। আইসিইউতে রেখে চিকিৎসা করা হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্তের নাম রাজীব ঘোষ (৩৪)। সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। তার কী শাস্তি হবে তাও জানাবে কোর্ট।

এই ঘটনায় এক সংবাদমাধ্যমকে সরকারি আইনজীবী বলেন, ‘‘প্রচুর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। আরজি কর হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক শারীরিক পরীক্ষা করে গেছেন। সেই চিকিৎসকও জানিয়েছেন, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা। যে ভাবে ওইটুকু শিশুর উপর অত্যাচার করা হয়েছে, তা ভাবা যায় না। আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে।’’

প্রসঙ্গত, সাত মাসের শিশুকন্যাকে নিয়ে তার মা শোভাবাজারের এক ফুটপাতেই থাকতেন। কিন্তু ২৯ নভেম্বর হঠাৎ কন্যাকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। এরপর কয়েক ঘণ্টা পর দেখেন ফুটপাথেই পড়ে আছে মেয়ে, সারা শরীরে চোট। এরপরই স্থানীয় পুলিশ স্টেশনে মেয়েকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন মা। 

Read more!
Advertisement
Advertisement