হুগলির উত্তরপাড়ায় বাড়ির দরজা ভেঙে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহকর্তৃর দাবি, কয়েক লক্ষ টাকার সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা-সহ বেশ কিছু জরুরী জিনিসপত্র চুরি গিয়েছে।
উত্তরপাড়া ১০৩/১ বি,কে স্ট্রিটে সোমানাথ সরকারের বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে৷ সোমনাথ বাবুর শশুর মশাই শ্যামল কুমার হাজরা জানান কয়েকদিন আগে বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য সোমনাথ বাবু এবং তার স্ত্রী হায়দরাবাদে গিয়েছিলেন৷ বাড়িতে কেউ না থাকার সুযোগে পিছনের দিকের দরজা ভেঙ্গে লক্ষাধিক টাকার সোনার গয়না, কয়েক লক্ষ নগদ টাকা চুরি করে পালায় চোরেরা৷
শ্যামল বাবু এই ঘটনার পরিপেক্ষিতে বলতে গিয়ে বলেন, উত্তরপাড়ার মতো একটি প্রাচীন শহরে রাস্তার মোড়গুলোতে নাগরিক নিরাপত্তার স্বার্থে সিসি টিভি ক্যামেরার ব্যাবস্থা করা উচিত প্রশাসনের৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ৷
এর আগে নভেম্বরের শেষ সপ্তাহেই উত্তরপাড়া স্টেশন সংলগ্ন একটি আবাসনের পর পর সাতটি ফ্ল্যাটে চুরির ঘটনা চমকে দিয়েছিল ওই আবাসনের প্রায় ৬০০ পরিবারকে। ওই ফ্ল্যাটগুলিতেও চুরির দিন কেউ ছিলেন না। ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগেই লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
পুলিশ সুত্রে খবর, বাড়ি খালি রেখে কোথাও গেলে থানাকে জানিয়ে যাওয়ার কথা। বারংবার মাইকিং করে জনগনের উদ্দেশ্যে এ বিষয়ে সতর্ক করা হলেও মানুষ এই উদ্যোগে সারা দিচ্ছেন না আর সেই সুযোগেই খালি বাড়িতে চুরির ঘটনা ঘটছে৷