Shootout At Farakka: ফের অশান্তি মুর্শিদাবাদে। বৃহস্পতিবার তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টায় উত্তাল হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এখন এই ঘটনার পিছনে কারণ কী তা খোঁজার চেষ্টা করা হচ্ছে। পুরনো গোলমালের জেরেই ওই ঘটনা বলে স্থানীয়দের অনুমান। ওই ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের চর ৫১ গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে ঢুকে ওই ঘুমন্ত তৃণমূল কর্মীকে গুলি করেদুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, গুরুতর জখম ওই যুবকের নাম মনোজ মণ্ডল (২৭)। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম সঞ্জয় মণ্ডল (২৯) ওই এলাকারই বাসিন্দা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। পুরনো গণ্ডগোলের জেরেই ওই ঘটনা বলে স্থানীয়দের অনুমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মনোজের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তাঁর পেটে লাগে। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তৃণমূল কর্মী। এদিকে, মনোজের পরিবারের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত বিজেপির লোকজন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুলিশ তদন্ত করছে।