Advertisement

5 Crore Cash Recovery: স্করপিওতে ঠাসা টাকা, আকরাম-ইমরানরা আসছিল বীরভূম থেকে, বড় প্ল্যান?

দুধ সাদা স্করপিও। আর তাতেই রাখা প্রায় ৫ কোটি টাকা... ক্যাশ! রীতিমতো সিনেমার স্টাইলে অভিযান চালিয়ে বিপুল নগদ টাকা উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।

নারায়ণপুরে রহস্যজনক ঘটনা।নারায়ণপুরে রহস্যজনক ঘটনা।
Aajtak Bangla
  • নারায়ণপুর,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 2:04 PM IST
  • দুধ সাদা স্করপিও। আর তাতেই রাখা প্রায় ৫ কোটি টাকা... ক্যাশ!
  • বিপুল নগদ টাকা উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।
  • সঙ্গে দুই যুবক,  আকরাম খান(৩৫) ও ইমরান খান(৩১)কেও আটক করলেন পুলিশ আধিকারিকরা।

দুধ সাদা স্করপিও। আর তাতেই রাখা প্রায় ৫ কোটি টাকা... ক্যাশ! রীতিমতো সিনেমার কায়দায় অভিযান চালিয়ে বিপুল নগদ টাকা উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সঙ্গে দুই যুবক,  আকরাম খান(৩৫) ও ইমরান খান(৩১)কেও আটক করলেন পুলিশ আধিকারিকরা। দামী গাড়িতে করে এত টাকা নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল? এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিষয়টি যে বেশ সন্দেহজনক, তা বলাই বাহুল্য।

শনিবার, ১৬ নভেম্বর ২০২৫। গোপন সূত্রে খবর আসে নারায়ণপুর থানার পুলিশের কাছে। জানা যায়, বীরভূম থেকে একটি সাদা স্করপিও SUV এসেছে। কোনও কারণে ভীষণ সন্দেহজনক। শুরু হয় নাকা চেকিং। এরপরেই নারায়ণপুর বারো মাথার মোড় থেকে গাড়িটি আটক করা হয়। গাড়িতে থাকা দুই ব্যক্তিও পাকড়াও করে পুলিশ। তল্লাশি করে দেখা যায়, বড় গাড়িটিতে প্রচুর জিপ লক ব্যাগে ভর্তি ভর্তি টাকা।নভেম্বরের ফুরফুরে সকালেও এত টাকা দেখে রীতিমতো ঘামতে শুরু করেন পুলিশকর্মীরা। গাড়িটিতে তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তিই বীরভূমের বাসিন্দা। তবে তাদের কাছ থেকে টাকাপয়সা সংক্রান্ত কোনও কাগজপত্রই পাওয়া যায়নি।

এই ঘটনায় নারায়ণপুর থানায় মামলা রুজু হয়েছে। তদন্তের দায়িত্ব নিয়েছে STF। এত টাকা কোথা থেকে এল? কোথায়ই বা যাচ্ছিল? এর সঙ্গে কোনও বড়সড় অপরাধ চক্র জড়িয়ে নেই তো? সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

অভিযান সফল হলেও তদন্তকারীরা বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছেন। প্রাথমিক অনুমান, এই নগদ টাকার পিছনে অর্থপাচার, জাল নোট চক্র বা কোনও বড়সড় বেআইনি আর্থিক লেনদেন চক্রেরও যোগ থাক। পুলিশের একাংশের মতে, এই ঘটনার সূত্র ধরে আরও বড়সড় কোনও অপরাধ চক্রের হদিস মিলতে পারে। আপাতত সেদিকেই তাকিয়ে গোয়েন্দা মহল। 

Read more!
Advertisement
Advertisement