বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন মেয়ে। প্রমাণ হিসেবে ধর্ষণের ভিডিও নেট মাধ্যমে দিয়েছেন নির্যাতিতাই। ন্যায়বিচারের দাবি করেছেন। এমন চমকে দেওয়ার মতো ঘটনা বিহারের সমস্তিপুরের। অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানার দ্বারস্থ হন ১৮ বছরের নির্যাতিতা। তাঁর অভিযোগ, বারবার বারণ করলেও বাবা নিজেকে শোধরাতে পারেননি। সেজন্য লুকিয়ে ভিডিও তুলেছেন তিনি। তার পরেও পরিবারের লোকজন তাঁকে ঘটনাটি চেপে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি শিক্ষিকা মা-ও বাবার সঙ্গে দিয়েছেন বলে দাবি মেয়ের। তাঁর কথায়,'ধর্ষণের পর পাঁচকান করতে বারণ করেছিলেন বাবা। মা-ও চুপ থাকতে বলেন।'
নির্যাতিতার বয়ানের ভিত্তিতে মহিলা থানায় দায়ের হয় এফআইআর। নেটমাধ্যমে ভাইরাল ওই ভিডিও দেখে ৫০ বছরের অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, সমস্তিপুরের রোসেরার বাসিন্দা অভিযুক্ত। পেশায় শিক্ষক।
রোসেরার ডেপুটি পুলিশ সুপার শাহিয়ার আখতার বলেন,'নেটমাধ্যমে ওই পোস্ট এবং ভিডিয়ো দেখে প্রথমে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে লিখিত ভাবে ধর্ষণের কথা জানিয়েছেন নির্যাতিতা।' শাহিয়ারের জানান, ধর্ষণের কথা জানতেন নির্যাতিতার মা এবং মামা। কিন্তু অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। নির্যাতিতাকে ঘটনাটি গোপন রাখতে চাপ দেওয়া হয়েছিল। নির্যাতিতার মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কাউসেলিংয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।