Advertisement

বর্ধমানে তৃণমূল নেতাকে গুলি করে খুন! BJP-কে নিশানা TMC-র

দেবাশালা পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে হত্যার অভিযোগ। তৃণমূলের দাবি, দেবশালা পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সীকে লক্ষ্য করে  গুলি করা হয়। সেই গুলি লাগে প্রধানের ছেলে তথা প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি চঞ্চল বক্সীর গায়ে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

গুলি করে খুনের অভিযোগ। প্রতীকী ছবিগুলি করে খুনের অভিযোগ। প্রতীকী ছবি
সুজাতা মেহরা
  • পূর্ব বর্ধমান,
  • 07 Sep 2021,
  • अपडेटेड 6:10 PM IST
  • বর্ধমানে তৃণমূল নেতাকে গুলি করে খুন
  • BJP-কে নিশানা TMCর
  • জানুন বিস্তারিত তথ্য

দেবাশালা পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে হত্যার অভিযোগ। তৃণমূলের দাবি, দেবশালা পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সীকে লক্ষ্য করে  গুলি করা হয়। সেই গুলি লাগে প্রধানের ছেলে তথা প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি চঞ্চল বক্সীর গায়ে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। দলীয় বৈঠক শেষে  ফেরার সময় দুই অজ্ঞাত পরিচয় বাইক আরোহী চলমান অবস্থায় গুলি করে বলে জানা গেছে। বাবা ও ছেলে দুজনই বাইকে আসছিল। সেই সময়ে গুলি করা হয়। শ্যামল বাবু বাঁচলেন তাঁর ছেলে নিহত হন। তৃণমূলের তরফে গোটা ঘটনায় বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে। 

আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি জানান, এই অঞ্চলে তৃণমূলের ভালো ফল হয়েছে। এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত গুণ্ডাদের হাত রয়েছে। এই এলাকায় দুয়ারে সরকার জনপ্রিয় হয়েছে। সেই হিংসায় ওরা একাজ করেছে।

তৃণমূল নেতা অরূপ মিদ্যা জানান, আমাদের ব্লকের কার্যকরীর বাড়িতে মিটিং ছিল। বাইকে করে  শ্যামল ও তাঁর ছেলে চঞ্চল বক্সি বাড়ি ফিরছিলেন। আমাদের সামনেই ওরা ছিল। কিন্তু আচমকা গুলি চালায়। সেখানে চঞ্চল বক্সি ঘটনাস্থলে মারা যায়। ওই এলাকায় আমরা ৩২০০ ভোটে লিড পেয়েছি। এর পিছনে বিজেপি থাকতে পারে। এছাড়া ওখানে নকশালদের একটা প্রভাব ছিল। সেখান থেকেও এটা হতে পারে। প্রধানকে বিজেপি অনেকদিন টার্গেট করে রেখেছিল। এই খুন রাজনৈতিক উদ্দেশ্যেই। বিজেপি ওই এলাকায় প্রভাব বিস্তার করতে পারছিল না। চঞ্চল আগলে রেখেছিল গোটা এলাকা। অনুব্রত মণ্ডল যে নির্দেশ দেবে সেভাবে কাজ করব আমরা। শ্যামল বক্সি জানান, কেন এই হামলা হল বুঝতে পারলাম না। আমাদের কোনও শত্রু নেই। আমাদের এলাকায় অন্য কোনও দল সক্রিয় নেই। কেন এই হামলা হল বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement