নিয়োগ দুর্নীতিতে এবার হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করেছে ইডি। ২০ জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আসেন তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তাঁর কাছ থেকে সম্পত্তির হিসাব সংক্রান্ত তথ্য চেয়ে পাঠায় ইডি। শুক্রবার দিনভর জিজ্ঞাসাবাদ এর পর শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে।
ইডি সূত্রে খবর, শান্তনুর বক্তব্যে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। হেফাজতে নিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সেই কারণে তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। শান্তনুর মাধ্যমেই তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের মধ্যে যোগাযোগ হয়েছিল বলে খবর।
গত ২০ জানুয়ারি শান্তনুর হুগলির বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তাঁর বাড়িতে তল্লাশির দিনই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা।