
ফের শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এবারও বিতর্কের কেন্দ্রে কলকাতা পুলিশের (Kolkata Police) সাউথ ট্রাফিক গার্ড (South Traffic Guard)। শনিবার দুপুর ১টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনে এক অ্যাপ ক্যাব চালককে (App Cab Driver) মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার প্রতিবাদে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনে বিক্ষোভ প্রতিবাদে সামিল হন সিটু সমর্থিত সংগঠন ওলা-উবর অ্যাপ ক্যাব অ্যাসোসিয়েশনের সদস্যরা।
যদিও শারীরিক নিগ্রহের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে ওই চালকের গায় হাত দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। নির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের হলে তদন্তে অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট এর দোষ প্রমাণিত হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে লালবাজার।
পুলিশ সূত্রে খবর, ভিক্টোরিয়ার সামনে নো পারকিং জোনে গাড়ি দাঁড় করানোর অভিযোগে একটি উবর চালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেন সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট শেখ নওয়াজ। চালকের অভিযোগ, ওই সার্জেন্ট কথায় কথায় তুই-তোকারি সহ দুর্ব্যবহার করছিলেন। এর প্রতিবাদ করায় ওই পুলিশ আধিকারিক তাকে বেধড়ক মারধর করেন। যদি পুলিশের দাবি, আইনত ব্যবস্থা নেওয়ায় সার্জেন্টকে লক্ষ্য করে অশালীন কটূক্তি করেন ঐ গাড়িচালকই। এই নিয়েই বচসার সূত্রপাত এবং তারপরেই গাড়িচালককে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে ভিক্টোরিয়ার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান অন্যান্য গাড়িচালকেরা।
কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার অরিজিৎ সিনহা বলেন, "ঠিক কি হয়েছে আমি জানি না, তবে নির্দিষ্ট অভিযোগ দায়ের হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" প্রসঙ্গত কলকাতা পুলিশের এই সাউথ ট্রাফিক গার্ডেরই এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে কয়েক মাস আগে এক অভিযুক্তের বুকে লাথি মারার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। তবে সেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কড়া অবস্থান নিয়ে, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে চাকরি থেকে দ্রুত বরখাস্ত করে নজির গড়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। এবার ফের অভিযোগ সাউথ ট্রাফিক গার্ডেরই এক আধিকারিকের বিরুদ্ধে।