Advertisement

চাই অঢেল টাকা, দুই নরবলির অভিযোগে গ্রেফতার দম্পতি

কেরালার তিরুভাল্লায় মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সংসারে অঢেল অর্থাগম, সম্পত্তিলাভের জন্য দুই মহিলাকে বলি দেওয়া ঘটনা প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী-সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে মহিলাকে গলা কেটে হত্যা করে। এরপর তাকে মাটিতে পুঁতে দেয়।

চাই অঢেল টাকা, দুই নরবলির অভিযোগে গ্রেফতার দম্পতিচাই অঢেল টাকা, দুই নরবলির অভিযোগে গ্রেফতার দম্পতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2022,
  • अपडेटेड 5:39 PM IST

কেরালার তিরুভাল্লায় মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সংসারে অঢেল অর্থাগম, সম্পত্তিলাভের জন্য দুই মহিলাকে বলি দেওয়া ঘটনা প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী-সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে মহিলাকে গলা কেটে হত্যা করে। এরপর তাকে মাটিতে পুঁতে দেয়।

নিহতদের নাম রোসেলিন ও পদ্মা বলা হচ্ছে। এক মহিলা জুন মাস থেকে নিখোঁজ ছিলেন এবং অন্যজন সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। দুজনের নিখোঁজের ঘটনায় পুলিশ যখন তদন্তে নামে, তখনই সামনে আসে চমকপ্রদ তথ্য। পুলিশ জানতে পারে, এই দুই মহিলকে বলি দেওয়া হয়েছে। পুলিশ এই মামলায় তিরুভাল্লার বাসিন্দা ভগওয়াল সিং এবং তার স্ত্রী লীলা এবং অন্য অভিযুক্ত শিহাবকে আটক করেছে। তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের মতে, মহিলাদের এর্নাকুলাম থেকে পাচার করা হয়েছিল এবং দুজনকেই তিরুভাল্লায় খুন করা হয়েছিল। শিহাবের বিরুদ্ধে তিরুভাল্লার কাছে মহিলাদের প্রলুব্ধ করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ভগওয়াল সিং ও তার স্ত্রী লীলার বিরুদ্ধে উভয় নারীকে বলি দেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

পুলিশ কমিশনার সিএইচ নাগারাজু সংবাদমাধ্যমকে জানান, বলির সম্ভাবনা রয়েছে। আমরা মহিলাদের মরদেহ উদ্ধারের জন্য তদন্ত করছি। মহিলাদের শিরশ্ছেদ করা হয়েছিল এবং তাদের মৃতদেহ পাঠানমথিট্টার এলানথুরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। তিনি জানান, এ ঘটনায় কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কমিশনার সি এইচ নাগারাজু বলেন, এদের বলি দেওয়ার মূল উদ্দেশ্য ছিল আর্থিক সচ্ছলতা লাভের আকাঙ্ক্ষা। তিনি জানান, দম্পতি ও এজেন্ট তাদের অপরাধ স্বীকার করেছেন। পুলিশ জানায়, নারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ কমিশনারের মতে, অভিযুক্ত দম্পতি আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিল এবং তারা ঈশ্বরকে খুশি করতে এবং সংকট থেকে বেরিয়ে আসার জন্য মহিলাদের বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

 

Read more!
Advertisement
Advertisement