এবার প্রতারণার নয়া ছক। আসল বোনেদের ফাঁকি দিয়ে টাকার বিনিময়ে অন্য মহিলাদের বোন সাজিয়ে বাবার জমি বিক্রির চেষ্টার অভিযোগ। ঘটনায় ৩ মহিলাসহ মোট ৫ জনকে আটক করেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পুলিশ। অভিযোগ, ৩ অপরিচিত মহিলাকে নিজেদের বোন সাজিয়ে জমি বিক্রয়ের চেষ্টা করে দুই ভাইয়ের। যদিও সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।
ঘটনাটি ঘটেছে দাসপুর থানার বৈকুন্ঠপুর মৌজার বাসুদেবপুর এলাকার। জানা গিয়েছে, জমির বর্তমান মালিক কমলাকান্ত মুখোপাধ্যায়ের ২ ছেলে ও ৩ মেয়ে। গ্রামে জমি থাকলেও কর্মসূত্রে সব ছেলেমেয়ারাই বাইরে থাকেন। অভিযোগ, সম্প্রতি বৈকুণ্ঠপুরের সেই জমি বিক্রয়ের জন্য এলাকারই বাসিন্দা বাদল ভুক্তার কাছ থেকে ৮৫ হাজার টাকা নিয়েছিলেন দুই ভাই কিশোর মুখোপাধ্যায় ও অশোক মুখোপাধ্যায়।
ক্রেতাদের পক্ষ থেকে কিঙ্কর দোলই জানান, "মাঝে দলিল লেখার সময় হাওড়ার শিবপুর থেকে কিশোর ও অশোক ৩ বোনকে নিয়ে দাসপুরে বকুলতলায় রেজিস্টি অফিসে এসেছিলেন। আজ ১৩ এপ্রিল বুধবার ওই জমি সরকারিভাবে হস্তান্তরের কথা ছিল। কিন্তু হঠাৎ দেখা যায় অশোক ও কিশোর তাঁদের সঙ্গে যে ৩ মহিলাকে বোন বলে নিয়ে এসেছেন, তাঁরা সেদিনের সেই ৩ মহিলা নন। এমনকি তাঁদের কাছে থাকা পরিচয় পত্রগুলিও নকল করে বানানো হয়েছে।"
কিঙ্করবাবুর সন্দেহ হওয়ায় আগের দিনের প্রত্যক্ষদর্শী দলিল লেখক সুকুমার জানাকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। সুকুমারবাবু সঙ্গে সঙ্গে জানিয়ে দেন তাঁরা আগের দিনের ৩ জন নন। যার জেরে শুরু হয়ে যায় বচসা। সুকুমারবাবু বলেন, " আগেরদিনে আসা ওনার বোনেদের আমি দেখেছিলাম। পরিচয় হয়ে গিয়েছিল। আজকে যাঁদেরকে বোন বলে আনা হয়েছে তাঁরা সেই বোনেরা নন।"
এরপর বোন পরিচয়ে নিয়ে যাওয়া ওই মহিলাদের চেপে ধরতেই প্রকাশিত হয় আসল সত্য। তাঁরা জানান জমির মালিকের দুই ছেলে তাঁদের কিছু টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজির হতে বলেছিলেন। তাঁরা আর বাকি কিছু জানেন না। ঘটনার কথা রেজিস্ট্রি অফিস থেকে দাসপুর থানায় জানানো হয়। তারপরেই ৩ মহিলা ও ওই দুই ভাইকে আটক করে পুলিশ।
আরও পড়ুন - WhatsApp-এ এবার ছবিও আঁকা যাবে? আসতে পারে 'Drawing Tool'