Advertisement

ভাইপোর নৃশংস কাণ্ড! কাকিমাকে একা পেয়েই ঘটাল মর্মান্তিক ঘটনা

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইপোর হাতে খুন কাকিমা। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সাঁকরাইল এর নিমতলা দাসপাড়ায়। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ওই ভাইপোকে। ইতিমধ্যে খুনের মামলা শুরু হয়েছে।

কান্নায় ভেঙে পড়েছেন মৃতার স্বামীকান্নায় ভেঙে পড়েছেন মৃতার স্বামী
বৈদ্য়নাথ ঝা
  • সাঁকরাইল,
  • 15 Apr 2021,
  • अपडेटेड 8:09 AM IST
  • কাকিমাকে খুনের অভিযোগ
  • গ্রেফতার অভিযুক্ত ভাইপো
  • সাঁকরাইলের ঘটনা

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইপোর হাতে খুন কাকিমা। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সাঁকরাইল এর নিমতলা দাসপাড়ায়। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ওই ভাইপোকে। ইতিমধ্যে খুনের মামলা শুরু হয়েছে।

ঠিক কী অভিযোগ

সাঁকরাইল দাসপাড়ার বাসিন্দা ভাস্কর দাস ওরফে পাপাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তাঁর কাকা ও কাকিমার মধ্যে। মাঝেমধ্যে ঝামেলা চরম আকার নিত। অভিযোগ, বচসার সময়ে পাপাই তাঁর কাকা বাপি দাস ও কাকিমা সুজাতা দাসকে দেখে নেবার হুমকি দিয়েছিল। বুধবার রাত নটা নাগাদ সুজাতা দাস বাড়িতে একাই ছিলেন। পরে বাড়ি ঢুকে নিজের স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান বাপি দাস। তাঁর অভিযোগ, পাপাই ঘরে ঢুকে খুন করেছে তাঁর স্ত্রীকে।  প্রতিদিনই পাপাইয়ের সঙ্গে তাঁর কাক ও কাকিমার বচসা গড়াত। যা মাঝেমধ্যেই চরম আকার নিত। এমনটাই জানিয়েছেন এলাকাবাসীরা। কিন্তু সেটা থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে কেউ কল্পনাও করতে পারেননি।

আরও পড়ুন

খুনের অভিযোগ

বাপি দাস জানান, তিনি সেই সময়ে বাড়ি ছিলেন না। পাপাই ঘরে ঢুকে কাকিমাকে খুন করে বলে অভিযোগ। বাড়ি ফিরে বাপি দাস দেখেন যে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সুজাতা দেবীর নিথর দেহ। খবর দেওয়া হয় পুলিশে। সাঁকরাইল থানা নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ তদন্ত শুরু করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বাপি দাস জানান সম্পত্তি জোর করে দখলের জন্য তার ভাইপো মদ্যপ অবস্থায় রোজ ঝামেলা করত। তারা বাড়ি ছেড়ে চলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই সব শেষ। তাঁর অভিযোগ পাপাই একা পেয়ে কাকিমাকে নৃশংসভাবে খুন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ভারী কিছু দিয়ে আঘাত করে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগ পাবার পর খুনের মামলা শুরু করা হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভাস্কর দাস ওরফে পাপাইকে। বৃহস্পতিবার হাওড়া আদালতে তাকে পেশ করা হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement