বিয়ে করবেন বলে সহবাস করেছেন, এখন বিয়ে করতে চাইছেন না। এই গুরুতর অভিযোগ উঠল ভাঙরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রভাবশালী তৃণমূল নেতা দীননাথ নস্করের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মহিলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বলে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
বিয়ের কথা বললে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানান ওই মহিলা। শনিবার ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬, ৪১৭, ৫০৬ ধারায় কেস ঋজু হয়েছে। ৩৭৬ ধারায় ধর্ষণ, ৪১৭ ধারায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, ৫০৬ ধারায় খুনের হুমকি দেওয়ার মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ভাঙড়ে থাকেন এক মহিলা। কাজের সূত্রেই দীননাথের সঙ্গে পরিচয় হয় ঐ মহিলার। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরায় নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করা হয় ওই মহিলার সঙ্গে।
অভিযুক্ত দীননাথ নস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। যদিও ফোনে তিনি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এসব করা হচ্ছে।
ওই মহিলাকে প্রায় দিনই হোটেল বা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করতে তাঁকে দীননাথ বাধ্য করতেন বলে অভিযোগ। দিনের পর দিন শারীরিক সম্পর্ক করার পর সম্প্রতি বিয়ের দাবি জানিয়েছিলেন ওই মহিলা। কিন্তু তা জানাতেই অভিযুক্ত তৃণমূল নেতা তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
আরও পড়ুন-'লাক্সারি গাড়ি, উদ্দাম পার্টি', গভীর রাতে আরও কী কী হত হৈমন্তীর ফ্ল্যাটে ?