দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের হাটখোলায় প্রাক্তন প্রেমিকা ও তাঁর জেঠিমাকে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। মৃতদের নাম পূর্ণিমা নস্কর ও চুমকি নস্কর। পুলিশ জানিয়েছে, প্রাক্তন প্রেমিকাকে ডেকে এনে খুন করে ওই যুবক এবং সেই দৃশ্য দেখে ফেলায় তাঁর জেঠিমাকেও খুন করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুটি মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাত থেকে নিখোঁজ হয়ে যান চুমকি ও পূর্ণিমা। শুক্রবার সকালে ৫৪ বছরের পূর্ণিমার দেহ মেলে বাড়ির পাশের পুকুর থেকে। তার কয়েক ঘণ্টা পরে ওই পুকুর থেকেই পাওয়া যায় ১৯ বছরের চুমকির মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।