দিনে দুপুরে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ, চাঞ্চল্য বজবজের চড়িয়াল মোড়ে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে চড়িয়ালের ৭৬ রোডের দিক থেকে এক ব্যক্তি একটি বাজারের ব্যাগে করে ধারালো অস্ত্র নিয়ে এসে হঠাৎ ওই সিভিক ভলেন্টিয়ারকে কোপের পর কোপ মারতে থাকে। সঙ্গে সঙ্গে ওই অভিযুক্তকে ঘিরে ফেলে স্থানীয়রা। পাশাপাশি অন্যান্য ট্রাফিক আধিকারিকরা তাকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে বজবজ থানার পুলিশ। এবং তড়িঘড়ি ওই সিভিক ভলান্টিয়ারকে একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কেন এই ঘটনা তার তদন্তে নেমেছে পুলিশ।