ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার পূর্ব মেদিনীপুরে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার পুলিশ মানিকতলা মোড়ে হলদিয়াগামী একটি বাস থেকে এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ রফিকুল, বাড়ি তমলুক থানার সোনামুই গ্রামে।