Advertisement

দেশ

গরবা খেলতে গিয়ে ১৭ সেকেন্ডেই মৃত্যু মহিলার, জানুন হতবাক করা ঘটনা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 12 Dec 2020,
  • Updated 11:37 AM IST
  • 1/5

গরবা খেলতে গিয়ে আচমকা হৃদ রোগে আক্রান্ত হন এক মহিলা। ঘটনাস্থলেই মারা যান তিনি। গুজরাতের গান্ধীনগরের ঘটনা। গোটা ঘটনাটনি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। (সব ছবি- আজ তক)

  • 2/5

গান্ধীনগরের ৪৫ বছর বয়সী গৃহবধূ কল্পনা বাপেরবাড়িতে বিয়ের একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে তিনি সকলের সঙ্গে গরবা নাচ করছিলেন। কোলে শিশুও ছিল তার। আচমকাই তিনি মাটিতে বসে পড়েন।

  • 3/5

আশেপাশের লোকের তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসে। কিন্তু ঘটনাস্থলেই মুহূর্তের মধ্যে মৃত্যু হয় কল্পনার। সানাইয়ের সুর শেষে বিষাদে পরিণত হয়।

  • 4/5

চিকিৎসকরা জানিয়েছেন, কল্পনা হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন। গরবা খেলার সময়ে তাঁর মাথা ঘুরে যায়। তিনি সোজা মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

  • 5/5

মাত্র ১৭ সেকেন্ডের মধ্যে  মৃত্যু হয় কল্পনার। এমন আকস্মিক ঘটনায় সবাইক হতবাক হয়ে যান। ঘটনার সময়ে কল্পনার কোলে একটি শিশু ছিল। শিশুটির কোনও চোট লাগেনি বলে খবর।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement