মহাকুম্ভ উপলক্ষে হরিদ্বারে সাধু-সন্তদের সমাগম।
অসংখ্য নাগা সাধু, জুনা, অগ্নি এবং কিন্নর আখড়ার সমবেত সন্তদের বিরাট শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল উট, ঘোড়া, রথে সওয়ার সন্তরা।
ব্যান্ডপার্টি নিয়ে মহামণ্ডলেশ্বর এবং সাধুদের বিরাট সমাগম দেখতে স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
জ্বালাপুরের গুঘাল মন্দির থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রা শেষ হয় আখড়া-র ছাউনিতে গিয়ে।
ফুল দিয়ে সাজানো রথ, উট, ঘোড়ায় সওয়ার মহামণ্ডলেশ্বরদের দেখতে বহু মানুষ একত্রিত হন।
এগিয়ে এসে তাঁরা অভ্যর্থনা করেন সাধুদের।
শুধু রথই নয়, বাইকে সওয়ার সন্তদেরও দেখা গিয়েছে শোভাযাত্রায়।
সমস্ত আখড়া এই শোভাযাত্রায় তাঁদের ছআউনির লোকবল এবং অর্থবল, ঐশ্বর্য ইত্যাদির প্রদর্শন করে থাকে।
Haridwar kumbh 2021- PTI pic