Advertisement

দেশ

Kashmir: মরশুমের শীতলতম রাত কাশ্মীরে, তুষারে ঢাকা উপত্যকার স্বর্গীয় রূপ কেমন? PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • 21 Dec 2022,
  • Updated 6:31 PM IST
  • 1/10

মঙ্গলবার ছিল কাশ্মীরের শীতলতম রাত বা চিল্লাই কালান। এই ঠাণ্ডা বজায় থাকবে ২৯ জানুয়ারি পর্যন্ত। রাতের পারদ হিমাঙ্কের নীচে থাকবে। 

  • 2/10

চিল্লাই কালান শুরু হওয়ায় একজন ঝাড়ুদার হিম-আচ্ছাদিত রাস্তা পরিষ্কার করছেন। শ্রীনগরে মঙ্গলবার তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমের শীতলতম। ছবি-পিটিআই 
 

 

 

  • 3/10

শ্রীনগরে ডাল লেক। ২০ ডিসেম্বর ৪০ দিনের মধ্যে সবথেকে শীতলতম ছিল। যা স্থানীয় ভাষায় 'চিল্লাই কালান'। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শ্রীনগরে আগের রাতের তাপমাত্রা মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যদিও বছরের এই সময়ে পারদ স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম ছিল, তবে শুক্রবার রেকর্ড করা এই ঋতুর সর্বনিম্ন মাইনাস ৩.৬ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় এটি চার ডিগ্রি কম ছিল। ছবি- গেটি ইমেজ।

  • 4/10

আবহাওয়া অফিস জানিয়েছে, ২৫ ডিসেম্বরে সান্টা সবার ঘরে কড়া নাড়ার ঠিক আগেই এখনও পর্যন্ত মরসুমের সবচেয়ে শীতলতম রাত কাটিয়ে ফেলেছেন কাশ্মীরের (Jammu And Kashmir) মানুষজন। 

  • 5/10

শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন হিম-আচ্ছাদিত পথে হাঁটছেন। 
 

  • 6/10

শ্রীনগরের সকালে বরফ বর্ষণ। 

  • 7/10

বরফের চাঙড় ভাঙছেন একজন মৎসজীবী। 

  • 8/10

হি-হি করে কাঁপছে ভূস্বর্গ।

  • 9/10

পর্যটকরা ডাল লেকের কাছে সেলফি তুলছেন। 
 

  • 10/10

শ্রীনগরের সর্বনিম্নতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত রাতে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে আসে, ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যাহত সেখানকার জনজীবন।

Advertisement
Advertisement