Advertisement

দেশ

কপালে তিলক, হাতে ত্রিশূল নিয়ে শিব-সাধনা করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 11 Jan 2026,
  • Updated 2:57 PM IST
  • 1/7

গুজরাতের ঐতিহাসিক সোমনাথ মন্দিরে রবিবার শুরু হল  ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। ১০০০ তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে চলছে এই অনুষ্ঠান।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই অনুষ্ঠানে যোগ দেন। 
 

  • 2/7

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে সম্পূর্ণ ভক্তিমনে। মন্দিরে ওঁ মন্ত্র জপ করতে দেখা যায় নমোকে। সেখানে তিনি দেবাদিদেবের উদ্দেশে পুজোও দেন।

  • 3/7

মন্দিরে বিশেষ অনুষ্ঠান হিসেবে একটি ড্রোন শো আয়োজন করা হয়। এই শো-তে অংশ নিয়েছিল প্রায় ৩০০০টি ড্রোন।  প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এক্স-এ সোমনাথ পর্বের কিছু ছবিও শেয়ার করেন। পবিত্র ও ঐশ্বরিক সোমনাথ ধাম দর্শন ও পুজো দেওয়ার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিএম।
 

  • 4/7

মোদী জানান, এই অভিজ্ঞতা মনকে শান্তি ও ইতিবাচক শক্তিতে ভরে দিয়েছে। তিনি কামনা করেন, ভগবান সোমনাথের আশীর্বাদ তাঁর সমস্ত দেশবাসীর উপর চিরকাল স্থায়ী হোক। 
 

  • 5/7

প্রধানমন্ত্রী মোদী সোমনাথ মন্দিরে প্রার্থনা করার সময় নিজের একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে প্রধানমন্ত্রীকে ভক্তিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়াও, তিনি মন্দিরে আরতিও করেছেন। 
 

  • 6/7

প্রধানমন্ত্রী তার অফিসিয়াল প্ল্যাটফর্মে ড্রোন শোয়ের ছবি শেয়ার করেছেন। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, "সোমনাথ স্বাভিমান পর্বের শুভ অনুষ্ঠান উপলক্ষে, মন্দির চত্বরে আমার একটি ড্রোন শো দেখার সৌভাগ্য হয়েছে। আমাদের প্রাচীন বিশ্বাসকে আধুনিক প্রযুক্তির সঙ্গে জুড়ে দিয়ে এই অসাধারণ অনুষ্ঠানটি সকলকে মুগ্ধ করেছে। সোমনাথের পবিত্র ভূমি থেকে নির্গত এই আলোকরশ্মি সমগ্র বিশ্বকে ভারতের সাংস্কৃতিক শক্তির বার্তা পৌঁছে দিচ্ছে।"
 

  • 7/7

ছবিতে দেখা গিয়েছে, ড্রোন ব্যবহার করে একাধিক সুন্দর প্রতিকৃতি তৈরি করা হয়। শিবের ত্রিশূল এবং ডুগডুগি ও শিবলিঙ্গের প্রতিকৃতিও তৈরি করা হয় ড্রোনের সাহায্যে। সেই ছবিগুলি এখন ইন্টারনেটে ভাইরাল।
 

Advertisement
Advertisement