Advertisement

দেশ

Odisha Train Accident: বগিতে ছড়িয়ে খাবার-চটি-ব্যাগ-চাপ রক্ত-গোঙানি, বালেশ্বর দুর্ঘটনার হাড়হিম সব ছবি রইল

Aajtak Bangla
  • 03 Jun 2023,
  • Updated 1:56 PM IST
  • 1/16

আধ খাওয়া খাবারগুলি ছড়িয়ে রয়েছে। চটি, জুতো, ব্যাগ। তারই মধ্যে চাপ রক্ত জমাট বাঁধা। দেহগুলি ছিন্নবিচ্ছিন্ন হয়ে রয়েছে। সব ছবি সৌজন্য: India Today

  • 2/16

উল্টে যাওয়া বগির মধ্যে থেকে কোনও একটি হাত একটু নড়ছে। অপেক্ষা করছে, তাঁকে যদি কেউ উদ্ধার করে, বেঁচে যেতে পারেন। 
 

  • 3/16

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার মতো বড় রেল দুর্ঘটনা এযাবত্‍ ঘটেনি। 
 

  • 4/16

ট্রেন দুর্ঘটনার পরে যাত্রীরা জানলা ভেঙে বাইরে বেরনোর চেষ্টা করছিলেন। কিন্তু অনেকেই পারেননি। 
 

  • 5/16

দুর্ঘটনার অভিঘাতে ট্রেনে আগুন লেগে যাওয়ায় অনেকে জীবন্ত পুড়ে মারা গিয়েছেন ট্রেনেই। সেই ঝলসে যাওয়া দেহগুলিও পড়ে রয়েছে বগিগুলিতে। 
 

  • 6/16

দেশলাই বাক্সের মতো বগিগুলি একটার উপরে আরেকটা উঠে গিয়েছে। এখনও উল্টে যাওয়া বগিগুলিতে এমার্জেন্সি অ্যালার্ম বেজে চলেছে। 
 

  • 7/16

বাঁচার আশায় এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়েছিলেন অনেক যাত্রী। শুক্রবার সন্ধে ৬টা ৫১ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বালেশ্বরে দুর্ঘটনা এলাকা মৃত্যুপুরী। 

  • 8/16

কত দেহ এখনও বগিগুলির নীচে আটকে রয়েছে, তা খুঁজে বের করছে এনডিআরএফ ও সেনা।
 

  • 9/16

দুর্ঘটনাগ্রস্থ হয়েছে ১২৮৪১ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। সন্ধ্যা ৭টা বেজে ৮ মিনিট নাগাদ প্রথম এই দুর্ঘটনার খবর আসে। 

  • 10/16

জানা গিয়েছে, সকাল ৯টা বেজে ১৫ মিনিট নাগাদ ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছাড়ে। বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশনের কাছে এই ট্রেনটি দ্রুতগতিতে সামনে থেকে আসা একটি মালগাড়ির উপর উঠে পড়ে।

  • 11/16

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রচুর পশ্চিমবঙ্গের বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাসন্তীর ৫ বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 
 

  • 12/16

এদের মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েনের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। 

  • 13/16

এরা সকলেই পরিযায়ী শ্রমিক। অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন। এর আগেও একাধিক বার গিয়েছিলেন। এ ছাড়াও এই বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম বিকাশ হালদার, সঞ্জয় হালদার। 

  • 14/16

হাওড়ায় একটি রিলিফ ট্রেন এসেছে। সেই ট্রেনে দুর্ঘটনায় আহত যাত্রীদের নিয়ে আসা হচ্ছে। 

  • 15/16

হাওড়ায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এক নজরে হেল্পলাইন নম্বর: 22933 ও BSNL No. 033-26413660। প্রথমে করমণ্ডল এক্সপ্রেসই তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে একই লাইনে আগে আগে চলতে-থাকা একটি মালগাড়ির পিছনে। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপরে উঠে যায়।

  • 16/16

 ২৩টি কামরার মধ্যে ১৫টি কামরা লাইন থেকে ছিটকে পড়ে পাশের ডাউন লাইনে ও নয়ানজুলিতে। সেই লাইন দিয়ে তখন আসছিল ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।  করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরাগুলি গিয়ে পড়ে ডাউন লাইনের উপর। বেঙ্গালুরু-হাওড়া ডাউন ট্রেনটি সেই বেলাইন কামরাগুলির উপর এসে পড়ে। হাওড়াগামী সেই ট্রেনটিরও দু’টি কামরা লাইনচ্যুত হয়। 

Advertisement
Advertisement