Advertisement

পশ্চিমবঙ্গ

Cyclone Biparjoy : ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'বিপর্যয়', টানা বৃষ্টি-বন্যার সতর্কতা জারি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2023,
  • Updated 6:25 PM IST
  • 1/8

ঘূর্ণিঝড় 'বিপর্যয়' ধেয়ে আসছে (Cyclone Biprjay)। একথা মৌসম ভবনের তরফে কার্যত পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হল। ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কি না বা ধেয়ে আসছে কি না তা নিয়ে জল্পনা ছিল। এবার সেই জল্পনার অবসান হল। 

  • 2/8

এর আগে ইয়াস, আম্ফান, ফণীর মতো ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে দেশ। আগামী ২৪ ঘণ্টায় ওই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর আকার নিতে পারে।

  • 3/8

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। আর বুধবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

  • 4/8

দক্ষিণ পূর্ব আরব সাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের গতিপথের দিকে নজর রেখেছে মৌসম ভবন। বুধ বা বৃহস্পতিবার হয়তো এর গতিপথ বোঝা যাবে। 

  • 5/8

তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। সেই মতো নির্দেশিকাও জারি করা হতে পারে। 

  • 6/8


ইতিমধ্যেই ভারতের পশ্চিম উপকূলের বাসিন্দাদের সাবধান করে দেওয়া হয়েছে। এই সাইক্লোন অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলে বন্যারও আশঙ্কাও রয়েছে। সেই মর্মেও সতর্কতা জারি হতে পারে। 

  • 7/8

আবহাওয়াবিদদের আশঙ্কা প্রকাশ, এর জেরে ৪৫ থেকে ৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে এই সিস্টেমের জেরে দমকা হাওয়ার বেগ হতে পারে প্রায় ৬৫ কিমি প্রতি ঘণ্টা।  

  • 8/8

এই ঘূর্ণিঝড়ের জেরে ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত কর্ণাটক এবং মহারাষ্ট্রের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। কেরল থেকে মহারাষ্ট্র পর্যন্ত উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৯ থেকে ১২ জুন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টি হবে গুজরাতের উপকূলীয় এলাকায়। 

Advertisement
Advertisement