Advertisement

দেশ

অতিমারির বিশ্বেও বজায় থাকল ম্যাজিক, জনপ্রিয়তার সেরা সেই PM Modi

Aajtak Bangla
  • 01 Jan 2021,
  • Updated 4:07 PM IST
  • 1/10

২০২১ সালের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের জন্য সুসংবাদ।

  • 2/10

আমারিকার এজেন্সি মর্নিং কনসাল্ট (Morning Consult) দ্বারা করা সমীক্ষায় সামনে এল, করোনাকালে গোটা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। 

  • 3/10

মর্নিং কনসাল্ট  এজেন্সি গোটা বিশ্বের নেতা আর সরকারের অ্যাপ্রুভাল রেটিং করে থাকে। তাদের সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অ্যাপ্রুভাল রেটিং ৫৫ হয়েছে।

  • 4/10

 এজেন্সির রিপোর্টে এও বলা হয়েছে যে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের মধ্যে সবথেকে বেশি। 
 

  • 5/10

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স (Morning consult political intelligence) বর্তমানে ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ করিয়া, স্পেন, ব্রিটেন, আমেরিকা এই ১৩ টি দেশের নেতাদের অ্যাপ্রুভাল রেটিং জারি করেছে। 
 

  • 6/10

এজেন্সির বর্তমান সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদী ছাড়া যেই নেতাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তাঁদের মধ্যে মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের স্কোর ২৯ আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের স্কোর ২৭।
 

  • 7/10

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের অনুমোদনের রেটিং স্কোর ২৪।
 

  • 8/10

অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গ্রহণযোগ্য রেটিং নেতিবাচক হয়েছে, যার অর্থ যারা তাকে সমর্থন করেন তাদের চেয়ে বেশি বিরোধী রয়েছেন।

  • 9/10

এদিকে নতুন বছরের প্রথম দিন ট্যুইটারে দেশবাসীকে  শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই সঙ্গে নতুন বছরে দেশবাসীর সুস্বাস্থ্যের কামনাও করলেন মোদী।

  • 10/10

এদিন দেশবাসীকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “সকলকে ২০২১-এর শুভেচ্ছা। নতুন বছর সকলের ভালো কাটুক, সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় থাকুক। নতুন বছরে নতুন আশা ও ভালো কিছু ঘটার কামনাই করি”। 

Advertisement
Advertisement