Advertisement

দেশ

Ram Mandir: অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার আগে 'রাম সেতু'তে প্রধানমন্ত্রী, সৈকতে গভীর ধ্যানে মগ্ন

Aajtak Bangla
  • ধানুশকোডি,
  • 21 Jan 2024,
  • Updated 4:01 PM IST
  • 1/10

রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিন কঠোর নিয়ম মেনে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রামায়নের সঙ্গে সম্পর্কিত ধর্মীয় স্থানে পুজো দিচ্ছেন তিনি। 

  • 2/10

রবিবার তামিলনাড়ুর ধানুশকোডির আরিচাল মুনাই পৌঁছে যান প্রধানমন্ত্রী। 

  • 3/10

লোকমতে দেশের এই অংশেই লঙ্কায় পৌঁছানোর জন্য রাম সেতু তৈরি করা হয়েছিল।

  • 4/10

এদিন সেই স্থানে পুষ্পস্তবক অর্পণ করেন নরেন্দ্র মোদী। এরপর ধানুশকোডিতে শ্রীকোথান্দারামা স্বামী মন্দিরে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী। 

  • 5/10

উল্লেখযোগ্য, রামায়ণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মন্দিরেই মূলত পুজো দিচ্ছেন নরেন্দ্র মোদী। 

  • 6/10

এই নিয়ে ৪টি এমন মন্দিরে পুজো দিয়েছেন তিনি।

  • 7/10

এর আগে শনিবার, ত্রিচির শ্রীরঙ্গমে শ্রীরঙ্গনাথস্বামী মন্দিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।  

  • 8/10

শুক্রবার চেন্নাই পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাইয়ে রোড শো করেন। 

  • 9/10

সোমবার, ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

  • 10/10

তার আগে রামায়ণের সঙ্গে সম্পর্কিত তামিলনাড়ুর মন্দিরগুলিতে সফর করছেন তিনি। 

Advertisement
Advertisement