Advertisement

দেশ

Corona Vaccine: আরও একটি টিকা! ভারতে Sputnik V-র ব্যবহারে অনুমোদন

Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Apr 2021,
  • Updated 4:50 PM IST
  • 1/9

ভ্যাকসিন  দিয়েও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দেওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরেই  প্রতিদিন সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

  • 2/9

 দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় এক লাখ ৬৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে নতুন রেকর্ড হচ্ছে।
 

  • 3/9

এই পরিস্থিতিতে মোট সংক্রমণে ব্রাজিলকে ছাড়িয়ে গেল ভারত। সামনে এখন শুধু আমেরিকা। ব্রাজিলে সবমিলিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা  এক কোটি ৩৪ লক্ষ। ভারতে এক কোটি ৩৫ লক্ষ। 
 

  • 4/9

এবার রাশিয়ার করোনাভাইরাস টিকায় অনুমোদন দিল ভারত। সোমবার স্পুটনিক-ভি ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। যা বাজারে আনবে ডক্টর রেড্ডিস ল্যাব।
 

  • 5/9

কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে তৃতীয় করোনা ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেল।
 

  • 6/9


চলতি বছরের জানুয়ারি মাসে দেশে টিকাকরণ শুরু হয়েছে। তবে  যে হারে করোনা বাড়ছে তাতে দেশের কোথাও কোথাও ভ্যাকসিনের ঘাটতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষিতে রুশ ভ্যাকসিনকে কেন্দ্রের অনুমোদন উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

  • 7/9

ডক্টর রেড্ডিস ল্যাবএই ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল।  ভারতে স্পুটনিক ভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে হাত মিলিয়েছিল  ডক্টর রেড্ডিস।

  • 8/9

ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা ও বেলারুশে  স্পুটনিক ভি ভ্যাকসিনের বর্তমানে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানো হচ্ছে। 

  • 9/9

ভ্যাকসিনের কার্যকারিতা ৯১.৬ শতাংশ বলে দাবি করা হচ্ছে। 

Advertisement
Advertisement