Advertisement

Killed by dogs: ফের পথ কুকুররা ছিঁড়ে খেল দুই শিশুকে, মৃত্যু; উদ্বেগে প্রশাসন

পথকুকুরের আক্রমণে দুটি শিশুর মৃত্যু হল। মৃত শিশুরা দুই ভাই। নাম আনন্দ ও আদিত্য। একজনের বয়স ৭ অন্যজনের ৫। দিল্লির বসন্তকুঞ্জের ঘটনা। একটি শিশু নিখোঁজ হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তল্লাশি শুরু করলে একটি ঝুপড়ি পাশে একটি শিশুকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। তার শরীর ক্ষতবিক্ষত ছিল। পুলিশের ধারণা কুকুরের আক্রমণেই ওই শিশুটিক মৃত্যু হয়েছে। 

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Mar 2023,
  • अपडेटेड 8:26 PM IST
  • পথকুকুরের আক্রমণে দুটি শিশুর মৃত্যু হল।
  • মৃত শিশুরা দুই ভাই। নাম আনন্দ ও আদিত্য।

পথকুকুরের আক্রমণে দুটি শিশুর মৃত্যু হল। মৃত শিশুরা দুই ভাই। নাম আনন্দ ও আদিত্য। একজনের বয়স ৭ অন্যজনের ৫। দিল্লির বসন্তকুঞ্জের ঘটনা। একটি শিশু নিখোঁজ হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তল্লাশি শুরু করলে একটি ঝুপড়ি পাশে একটি শিশুকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। তার শরীর ক্ষতবিক্ষত ছিল। পুলিশের ধারণা কুকুরের আক্রমণেই ওই শিশুটিক মৃত্যু হয়েছে। 

ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ফরেনসিক দল পরিদর্শন করেছে এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য সাফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনার একদিন পর আনন্দের ভাই আদিত্যকেও কুকুররা আক্রমণ করে ও আঁচড়ে কামড়ে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত হলে ঘোষণা করে। 

ইদানীং কুকুরের হিংসাত্মক আক্রমণের খবর প্রায় রোজই মিলছে। কখনও রাস্তার কুকুর ঘিরে ধরে ফালা ফালা করে দিচ্ছে শিশু বা বৃদ্ধকে আবার কখনও বাড়িতে পোষা পিটবুল জাতের শিকারি কুকুর আচমকা আক্রমণ করে ছিঁড়ে খাচ্ছে তার মালিককেই। সম্প্রতি তেলঙ্গানায় ৪ বছরের এক শিশুকে কামড়ে ছিঁড়ে মেরেছে কয়েকটি রাস্তার কুকুর।

আরও পড়ুন

এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, শিশুটি রাস্তায় একা হাঁটছে। রাস্তার তিনটি কুকুর হঠাৎই আক্রমণ করে। একটি কুকুরের ধাক্কায় রাস্তায় পড়ে যায় শিশুটি। তারপর তার উপর ফের হামলা চালায় তারা। গুরুতর জখম অবস্থায় বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

 

Read more!
Advertisement
Advertisement