Advertisement

Jharkhand: ঝাড়খণ্ডে কোবরা-মাওবাদী এনকাউন্টার, গুরুতর আহত ২ জওয়ান

মাওবাদীদের (Naxals) সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হলেন নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) চাইবাসা (Chaibasa) জেলায়। সিআরপিএফ (CRPF)-র কোবরা বাহিনী (CoBRA) ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয় ওই জায়গায়।

ঝাড়খণ্ডের চাইবাসা জেলায় কোবরা-মাওবাদী সংঘর্ষঝাড়খণ্ডের চাইবাসা জেলায় কোবরা-মাওবাদী সংঘর্ষ
Aajtak Bangla
  • রাঁচি,
  • 01 Dec 2022,
  • अपडेटेड 3:49 PM IST
  • দুই জওয়ানকে রাঁচিতে নিয়ে যাওয়া হচ্ছে
  • তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে

মাওবাদীদের (Naxals) সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হলেন নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) চাইবাসা (Chaibasa) জেলায়। সিআরপিএফ (CRPF)-র কোবরা বাহিনী (CoBRA) ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয় ওই জায়গায়। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, আহত দুই জওয়ানকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোবরা জওয়ানরা অভিযানে নেমেছিলেন। টোন্টো এবং চাইবাসার গোইকেরা থানার সীমান্ত এলাকায় বাহিনীর উপরে আচমকা হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেওয়া শুরু হতেই গুলির লড়াই শুরু হয়ে যায়। খানিক পরেই মাওবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মাওবাদীদের গুলিতে দুই কোবরা জওয়ান আহত হন। তাঁদের চিকিৎসার জন্য রাঁচিতে নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement