Advertisement

India Pakistan Conflict: ৫০০ ড্রোন নিয়ে ২৪ শহরকে টার্গেট পাকিস্তানের, যেভাবে বানচাল করল ভারত

৮ মে, রাত ৮টা থেকে রাত সাড়ে ১১টা। সাড়ে ৩ ঘণ্টায় ভারতের ২৪টি শহরকে টার্গেট করে ৫০০ ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের এ হেন ড্রোন হামলার ছক বানচাল করে দিয়েছে ভারত। শুক্রবার সেনা সূত্রে এই খবর জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাটে মোট ২৪টি শহরকে নিশানা করে হামলার ছক কষেছিল পাকিস্তান। তবে তা ব্যর্থ হয়েছে। 

পাক ড্রোন ধ্বংস করেছে ভারত।পাক ড্রোন ধ্বংস করেছে ভারত।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 May 2025,
  • अपडेटेड 4:48 PM IST
  • ভারতের ২৪টি শহরকে টার্গেট করে ৫০০ ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান।
  • পাকিস্তানের এ হেন ড্রোন হামলার ছক বানচাল করে দিয়েছে ভারত।
  • অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্য পাকিস্তানের ওই ড্রোন হামলা রুখে দিয়েছে ভারতীয় সেনা।

৮ মে, রাত ৮টা থেকে রাত সাড়ে ১১টা। সাড়ে ৩ ঘণ্টায় ভারতের ২৪টি শহরকে টার্গেট করে ৫০০ ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের এ হেন ড্রোন হামলার ছক বানচাল করে দিয়েছে ভারত। শুক্রবার সেনা সূত্রে এই খবর জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাটে মোট ২৪টি শহরকে নিশানা করে হামলার ছক কষেছিল পাকিস্তান। তবে তা ব্যর্থ হয়েছে। 

অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্য পাকিস্তানের ওই ড্রোন হামলা রুখে দিয়েছে ভারতীয় সেনা ও বায়ুসেনা। যা ভারতীয় সেনাবাহিনীর বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা হিসাবে গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে মোট ৯টি জায়গায় অপারেশন সিঁদুর অভিযান করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তার পাল্টা হিসাবে গত রাতে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। তবে তা কড়া হাতে প্রতিহত করে ভারত। গতরাতে ভারতের একাধিক শহরে ব্ল্যাকআউট করা হয়। বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। তবে তা কড়া হাতে মোকাবিলা করে ভারত। পাল্টা লাহোরে ড্রোন হামলা করে ভারত। 

শুক্রবার সকালেও দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। গতকালই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অপারেশন সিঁদুর অভিযান শেষ হয়নি। এখনও চলছে এই অভিযান। একইসঙ্গে রাজনাথ মনে করিয়ে দিয়েছেন যে, ভারত সংঘাতের পক্ষে নয়। তবে হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। গতকালই লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারতের ক্ষেপণাস্ত্র। কিন্তু তার পরেও দিশাহারা হয়ে একের পর এক হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। 

ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের বিভিন্ন পর্যটনস্থলগুলি নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে। কড়া নিরাপত্তা জারি করা হয়েছে মুম্বইয়ের সমুদ্র সৈকত সংলগ্ন এলাকাগুলিতেও। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement