Advertisement

EXCLUSIVE : 'অভিষেকের সৌভাগ্য ওঁকে ত্রিপুরায় ঢুকতে দেওয়া হয়েছে', বিস্ফোরক সায়ন্তন

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ত্রিপুরায় হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে অভিষেক নিজেও টুইট করেছেন। সেই হামলার নিন্দা করেও অভিষেককে একহাত নিল রাজ্য BJP নেতৃত্ব।

অভিষেক ও সায়ন্তন অভিষেক ও সায়ন্তন
সৌমেন কর্মকার
  • ত্রিপুরা ,
  • 02 Aug 2021,
  • अपडेटेड 4:47 PM IST
  • রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আজতক বাংলাকে বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার নিন্দা করছি
  • তবে কৃতকর্মের ফল তো ভুগতেই হবে। আমি তো বলব, অভিষেককে যে ত্রিপুরায় ঢুকতে দেওয়া হয়েছে, সেটা ওর ভাগ্য
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়েও কিছু করতে করতে পারবেন না বলেও দাবি করেন এই বিজেপি নেতা

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ত্রিপুরায় হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে অভিষেক নিজেও টুইট করেছেন। সেই হামলার নিন্দা করেও অভিষেককে একহাত নিল রাজ্য BJP নেতৃত্ব। 

রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আজতক বাংলাকে বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার নিন্দা করছি। এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। তবে কৃতকর্মের ফল তো ভুগতেই হবে। আমি তো বলব, অভিষেককে যে ত্রিপুরায় ঢুকতে দেওয়া হয়েছে, সেটা ওর ভাগ্য।' 

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে গেরুয়া শিবির। তারই সূত্র ধরে সায়ন্তন বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছেন। অথচ ভোটের পর কত BJP কর্মী মারা গেছেন, আক্রান্ত হয়েছেন তা যুবরাজ জানেন না? আমাদের রাজ্যে প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে। আর এই সংস্কৃতির জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস। যার প্রভাব পড়ছে গোটা দেশে।' 

ত্রিপুরার গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে অভিষেকের প্রতিক্রিয়া, 'ওঁর মুখে গণতন্ত্রের কথা মানায় না। আমাদের রাজ্যে এসেছিলেন নাড্ডাজি। তখন তাঁর উপর হামলা হয়। সেকথা কি ভুলে গিয়েছেন অভিষেক? এখন নাটক করছেন প্রচারের আলো পাওয়ার জন্য। যদিও ত্রিপুরা গিয়ে অভিষেক কোনও লাভ করতে পারবেন না। কারণ, এর আগেও তাঁরা সেই রাজ্যে সংগঠন বাড়ানোর চেষ্টা করেছিল। পারেনি। এবারও পারবে না। ত্রিপুরার মানুষ তৃণমূলকে মেনে নেবে না।' 

আজতক বাংলাকে এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই অভিষেকের উপর হামলার অভিযোগ ইসুতে টুইট করে রাজ্য BJP নেতৃত্ব। তাদের টুইটবার্তা, 'বাংলায় বিরোধী দলের নেতাদের সঙ্গে এমন আচরণ রোজকার ব্যাপার।এখন দেখা যাচ্ছে, তৃণমূলের হিংস্র কর্মীদের ত্রিপুরায় পাঠানো হয়েছে।' 

Read more!
Advertisement
Advertisement