Agenda Aaj Tak 2025 LIVE: 'আমার শরীরের বয়স ৬০, মনের বয়স ২১,' অ্যাজেন্ডা আজতক-এ বললেন আমির খান

Aajtak Bangla | নয়াদিল্লি | 10 Dec 2025, 4:34 PM IST

দেশের অন্যতম বড় হিন্দি নিউজ সামিট ‘অ্যাজেন্ডা আজতক ২০২৫’। ১০ ও ১১ ডিসেম্বর দুই দিন ধরে তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলন। রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, কূটনীতি, বিনোদন ও খেলাধুলোর দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা হাজির থাকবেন বিভিন্ন আলোচনায়। ইন্ডিয়া টুডে গ্রুপের বাৎসরিক এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

অ্যাজেন্ডা আজতক ২০২৫

দিল্লিতে শুরু হচ্ছে দেশের অন্যতম বড় হিন্দি নিউজ সামিট ‘অ্যাজেন্ডা আজতক ২০২৫’। ১০ ও ১১ ডিসেম্বর দুই দিন ধরে তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলন। রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, কূটনীতি, বিনোদন ও খেলাধুলোর দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা হাজির থাকবেন বিভিন্ন আলোচনায়। ইন্ডিয়া টুডে গ্রুপের বাৎসরিক এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এবারের মূল ফোকাস, রাজনৈতিক সমীকরণ, নির্বাচনী প্রস্তুতি, অর্থনীতির ভবিষ্যৎ, বিশ্ব পরিস্থিতি ও জনজীবন-সম্পর্কিত নীতি। কারা থাকছেন? কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান। শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ ছাড়াও উপস্থিত থাকবেন, অখিলেশ যাদব, হিমন্ত বিশ্বশর্মা, হর্ষবর্ধন শ্রিংলা, প্রিয়াঙ্কা চতুর্বেদী, রঞ্জিত রঞ্জন, দিগ্বিজয় সিং, সচিন পাইলট, নরেশ মহাসকে, রাজীব রায়-সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা ও সাংসদ।

4:34 PM (3 minutes ago)

ইলেক্টোরাল বন্ড নিয়ে বিজেপিকে নিশানা অখিলেশের

Posted by :- sumana

SIR দিয়ে মানুষকে ভয় দেখান হচ্ছে। ম্যাপিং সংস্থা বিজেপিকে ইলেক্টোরাল বন্ড দিয়েছে। SIR দিয়ে NRC করার চেষ্টা হচ্ছে। বললেন অখিলেশ যাদব।

4:31 PM (6 minutes ago)

বংলায় মমতাদি বিজেপিকে আটকে দেবে: অখিলেশ

Posted by :- sumana

SIR দিয়ে বিজেপি কিছু করতে পারবে না, বাংলায় মমতাদি বিজেপিকে আটকে দেবে। বললেন অখিলেশ যাদব। জানালেন উত্তরপ্রদেশেও বিজেপি খারাপ ফল করবে।

4:24 PM (14 minutes ago)

আগামী বছর থেকে নিজের লেখা গান মুক্তি পাবে: মধুবন্তী

Posted by :- Moumita Bhattacharyya

প্লেব্যাক তো আমার চলতেই থাকবে, কিন্তু আমার গানের সফর, যেটা আমি সকলের কাছে তুলে ধরতে চাই, তার জন্য নিজের লেখা গান আমার মুক্তি পাবে আগামী বছর থেকে। আগামী প্রজন্ম সঙ্গীত জগতে কীভাবে এন্ট্রি নেবে, তাঁদের জন্য কিছু উদ্যোগ নিতে চলেছি। 

4:20 PM (17 minutes ago)

আমার ঠুমরি গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি: মধুবন্তী

Posted by :- Moumita Bhattacharyya

আমায় দেখে পরিচালক সঞ্জয় লীলা বনশালি ভেবেছিলেন যে আমি ঠুমরি গাইতে পারব না, কিন্তু আমার গলায় ঠুমরি শুনে মুগ্ধ হয়েছিলেন। ওঁনার হীরামণ্ডিতেও গান গেয়েছি। 

4:13 PM (24 minutes ago)

একটা গান রেকর্ডিং করতে ৬ ঘণ্টা লাগে: মধুবন্তী

Posted by :- Moumita Bhattacharyya

উই আম্মা গান যেখানে ১৫ মিনিটে রেকর্ড হয়েছিল, সেখানে আরও একটি গান ছিল, যা এখনও রিলিজ হয়নি, তা রেকর্ড করতে ৬ ঘণ্টা লেগেছিল। 

4:08 PM (29 minutes ago)

ফিল্ম ইন্ডাস্ট্রি খুব আনপ্রেডিক্টেবল: মধুবন্তী

Posted by :- Moumita Bhattacharyya

আজ কি রাত গানটা আমার গলাতেই রিলিজ হবে, সেটা একদিন আগেও জানতাম না। অন্য এক গায়িকার কথা সেই সময় শোনা যাচ্ছিল। সেও ওই গানটি রেকর্ড করেছিলেন। তবে পরে ওটা আমার গলাতেই মুক্তি পায় এবং সেটা দারুণ হিট। 

4:06 PM (31 minutes ago)

গুজরাতি ভাষাতেও গান গেয়েছি: মধুবন্তী

Posted by :- Moumita Bhattacharyya

সম্প্রতি আমি কোক স্টুডিওতে গুজরাতি ভাষায় গান গেয়েছি। আমি দেশের বিভিন্ন ভাষায় গান গাইতে চাই। আমার খুব ভাল লাগে একাধিক ভাষায় গান গাইতে। 

4:00 PM (37 minutes ago)

২০১৮ সালে কলকাতা থেকে মুম্বই আসি: মধুবন্তী

Posted by :- Moumita Bhattacharyya

'আজ কি রাত গান'-র প্রস্তাব হঠাৎ করেই আসে আমার কাছে। শচিন স্যার আমায় এই প্রস্তাব দেন। আমি জানতাম না এটা কোন ছবির জন্য গান। তবে এটুকু জানতাম এটা আমার স্টাইলের গান। ঠুমরি ঘরানার স্টাইল ছিল, যেটা শচিন স্যার জানতেন আমি খুব ভালোবাসি এই ধরনের গান। 

3:57 PM (41 minutes ago)

বাঙালি প্রতিটি পরিবারেই গান শেখানো হয়: মধুবন্তী

Posted by :- Moumita Bhattacharyya

খুব ছোট বয়স থেকেই বাঙালি পরিবারে গান শেখানো হয়। আমিও খুব ছোট থেকেই গান শিখি কারণ আমিও বাঙালি পরিবারেরই মেয়ে।

3:54 PM (43 minutes ago)

অ্যাজেন্ডা আজতক-এ গায়িকা মধুবন্তী বাগচী

Posted by :- Moumita Bhattacharyya

এবার মঞ্চে এলেন গায়িকা মধুবন্তী বাগচী। বললেন তাঁর গানের জন্য পুরো কৃতিত্ব পরিবারের।

2:55 PM (2 hours ago)

প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদে ভেঙে পড়েছিলেন আমির

Posted by :- soumita

নিজের খারাপ সময় প্রসঙ্গে আমির খান বলেন, "রিনার সঙ্গে যখন বিচ্ছেদ হয়, তখন আমি খুব খারাপ সময় কাটিয়েছি। আমার মনে আছে, যখন ওঁর সঙ্গে আমি আলাদা হই, দীর্ঘদিন আমি কোনও কাজ করতে পারিনি। দীর্ঘদিন পরে আমার আবার ছবি এসেছিল। এই বিচ্ছেদ আমার জীবনে বড় প্রভাব পড়েছিল।"  

2:52 PM (2 hours ago)

মা আমার জীবনের অনুপ্রেরণা: আমির

Posted by :- soumita

আমির খান বললেন, "মা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। বাবাকে খুব ভয় পেতাম। রাতে বাবা বাড়ি এলে, দরজার আওয়াজ পেলেই আমরা দৌড়ে পালাতাম। আমাদের খুব ভালোবাসতেন উনি। তাও মায়ের সঙ্গে আমার আলাদাই বন্ডিং।" 

2:50 PM (2 hours ago)

প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা আড্ডা আমিরের

Posted by :- soumita

ব্যক্তিগত সম্পর্ক প্রসঙ্গে আমির বলেন, "সব মানুষই রোম্যান্টিক হয়। সেরকম আমিও। আমি খুব ভাগ্যবান রিনা, কিরণ বা গৌরী আমার এই তিন সম্পর্কই যাদের সঙ্গে ছিল বা আছে, তাঁরা খুবই ভাল। রিনার সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল,অনেক ভাল স্মৃতি রয়েছে। আমাদের দুই সন্তান আছে। হয়তো স্বামী- স্ত্রী হিসাবে আমরা একসঙ্গে নেই। কিন্তু মানুষ হিসাবে আমরা একে অপরের সঙ্গে আছি। কিরণের সঙ্গেও আমার খুব ভাল সম্পর্ক। আমার উন্নতি বা বিকাশে ওঁর অনেকটা ভূমিকা আছে। আর ভাগ্যের জোরে আমি এখন গৌরির সঙ্গে সম্পর্কে আছি। ওঁর সঙ্গেও খুবই ভাল এবং প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক।"   

2:45 PM (2 hours ago)

এখন ছবির মার্কেটিং খুব কঠিন: আমির

Posted by :- soumita

আমির খান জানান, "সোশ্যাল মিডিয়াইয় প্রতিক্রিয়ার কোনও বিশেষ প্রভাব পড়ে না। ছবিটা ভাল হলে দর্শক সিনেমা হলে আসবে। 'সিতারে জমিন পর'-র বক্স অফিসে শুরুটা একদম ভাল ছিল না। এরপর এত কোটির রেকর্ড ভেঙেছে। ছবিটা খারাপ হলে কেউ দেখতে আসবে না। তবে হ্যাঁ এখন মার্কেটিং খুব কঠিন।"   

2:42 PM (2 hours ago)

মেইনস্ট্রিম ছবি আমার পছন্দ না: আমির খান

Posted by :- soumita

আমির খান বলেন,  "আমার হয়তো ১৫ টি ছবি আছে যা মেইনস্ট্রিমের থেকে একদম আলাদা। আমার আসলে যে সব ছবি ভাল লাগে তা একদম আলাদা। অনেক ঝুঁকি থাকে। 'তারে জমিন পর' হোক কিংবা 'লাগান', এসব ছবিগুলো বানানোর সময় জানতামই না কতজন দেখতে আসবেন।" তিনি আরও বলেন, "আমি কখনও সামাজিক ছবি বানাতে চাইনি। দর্শকের মনোরঞ্জন করা আমার সবচেয়ে বড় দায়িত্ব। টিকিট কেটে একজন সিনেমা হলে আসছে মনোরঞ্জনের জন্যই। আমার বানানো ছবিগুলোর  চিত্রনাট্য খুব শক্তিশালী। সেই সঙ্গে উপরি পাওনা হিসাবে একটা এত বড় মেসেজ ছিল।"  

2:38 PM (2 hours ago)

রীনার কাছে বসে কেঁদেছি কতদিন: আমির

Posted by :- soumita

কেরিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন আমির খান। তাঁর কথায়, "একটা সময় আমার পরপর সব ছবি ফ্লপ হচ্ছিল। নিজের কাজ নিয়ে আমি একদম খুশি ছিলাম না। বাড়ি এসে কাঁদতাম রোজ। সেসময় আমার স্ত্রী ছিলেন রীনা। বাড়ি ফিরে ওঁর কাছে বসে কেঁদেছি কতদিন। সেসময় আমার কাছে ভাট সাহাবের ফোন এল। তবে আমার পছন্দ হয়নি সেই চিত্রনাট্য। অনেক ভাবনা- চিন্তা করে আমি ওঁকে না করে দিই। সেই কাজটাই হয়নি। সেদিন আমি বাড়ি ফিরেছি অনেকটা আত্মবিশ্বাস নিয়ে। যখন আমি আমার সবচেয়ে খারাপ সময় না বলতে পেরেছিলাম, তখন সব পারব। এটা আমার নিজেকে করা প্রতিশ্রুতি ছিল।"   

2:30 PM (2 hours ago)

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চিত্রনাট্য: আমির

Posted by :- soumita

আমির খান জানালেন,  "আজ অবধি আমার যত ছবি সফল হয়েছে, সেটায় অনেকের কৃতিত্ব রয়েছে। ছবি বানানোয় আমার একার কোনও  কৃতিত্ব নেই। বিশেষত প্রথম কৃতিত্ব চিত্রনাট্যকারের। গোটা টিমকে আমি সব সময় কৃতিত্ব নিই। আমার কাছে যে কোনও ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চিত্রনাট্য।" 

2:24 PM (2 hours ago)

একই গল্প বলতে ভাল লাগে না: আমির

Posted by :- soumita

প্রতিবার নতুনত্ব থাকে আমির খানের করা সব কাজে। এই প্রসঙ্গে অভিনেতা বললেন,   "ছোটবেলা থেকে আমার গল্প শুনতে খুব ভাল লাগে। আমার বাবার কাছে পরিচালকেরা আসতেন গল্প নিয়ে। অনেক ছোট থেকে আমি গল্প পড়া শুরু করেছি। মানুষের গল্প মার বেশি ভাল লাগে। একই গল্প বলতে ভাল লাগে না। এজন্যেই আমি আমার দর্শককে প্রতিবার নতুন গল্প উপহার দিই।" 

2:19 PM (2 hours ago)

অ্যাজেন্ডা আজতক-র মঞ্চে আমির

Posted by :- soumita

আমির খানকে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' বলা হয়। নিজের অভিনয় দক্ষতায় গত পাঁচ দশকের বেশি সময় ধরে সকলের মন জয় করছেন তিনি। এজেন্ডা আজতক ২০২৫-র মঞ্চে উপস্থিত আমির খান।

2:05 PM (3 hours ago)

অ্যাজেন্ডা আজতক-এ আজ কারা আসছেন?

Posted by :- Kishore

আজ, বুধবার থেকে শুরু হচ্ছে অ্যাজেন্ডা আজতক-এর ১৩তম সংস্করণ। ১০ ও ১১ ডিসেম্বর দিল্লির তাজ প্যালেস হোটেলে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। প্রথম দিন বিশেষ অতিথির তালিকা যেন চাঁদের হাট। রাজনৈতিক, বিনোদন, খেলাধূলা জগতের নানা ব্যক্তিত্বরা এদিন  অ্যাজেন্ডা আজতক-এ আসছেন। 

 

সময়অনুষ্ঠানকারা থাকবেন?
12:50-13:05বন্দে মাতরমদিবাকর শর্মা, গায়ক
13:05 – 13:15সূচনা অনুষ্ঠানকলী পুরি, ইন্ডিয়া টু ডে গ্রুপের ভাইস চেয়ারপার্সন ও এক্সিকিউটিভ এডিটর ইন চিফ
13:15 – 14:00 বীর তুম বাড়ে চলো
  • কোল কোশাঙ্ক লাম্বা , বীর চক্র
  • মেজর  যুদ্ধবীর সিং, সূর্য চক্র
  • নায়ব সাব সতীশ কুমার, বীর চক্র
  • হাবিলদার অমিত কুমার, সেনা মেডেল
14:45 – 15:30তুম ভুল না যাও উসকো- ইসলিয়ে কাহি ইক্কিশ কি কাহানি
  • জয়দীপ আহলাওয়াত, অভিনেতা
  • সিমার ভাটিয়া, অভিনেত্রী
  • অগস্ত্য নন্দা, অভিনেতা
  • শ্রীরাম রাঘাবন, ডিরেক্টর ও স্ক্রিন রাইটার
  • দীনেশ ভিজান, প্রযোজক
15:30 – 16:00আজ কি রাতমধুবন্তী বাগচী, গায়ক ও সুরকার
16:45 – 17:30পিডিএ-র ফাইনাল পরীক্ষা!অখিলেশ যাদব, জাতীয় সভাপতি, সমাজবাদী পার্টি
17:30 – 18:00নিউ ওয়ার্ল্ড অর্ডার• হর্ষ বর্ধন শ্রিংলা, সাংসদ, রাজ্যসভা
• সালমান খুরশিদ, প্রাক্তন বিদেশমন্ত্রী
18:00 – 18:30বুলন্দ ভারতের বুলন্দ ছবি• শমিকা রবি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য
• সুমিতা দাভরা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রাক্তন সচিব
18:30 – 19:15

দিল চোরি সারা হো গ্যায়া

নুসরাত ভরুচ্চা, অভিনেত্রী
19:15 – 20:00তেরে ইস্ক মেকৃতি শ্যানন, অভিনেত্রী
20:00 – 20:45টিম ইন্ডিয়ার ধুরন্ধরযশস্বী জয়সওয়াল, ভারতীয় ক্রিকেটার