Advertisement

৪০০০ কিমি দূর থেকেও রুখে দেবে শত্রুর অস্ত্র, পরীক্ষা সফল Agni-4 Missile-এর

ক্ষেপণাস্ত্রটি সমস্ত শর্ত পালন করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানা যাচ্ছে। সেই সময় ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত মাপকাঠি, আক্রমণের কৌশল, নেভিগেশন ইত্যাদি পরীক্ষা করা হয়। 

ছবি সূত্র-উইকিপিডিয়াছবি সূত্র-উইকিপিডিয়া
Aajtak Bangla
  • ওড়িশা,
  • 06 Jun 2022,
  • अपडेटेड 9:56 PM IST
  • Agni-4 Missile-এর পরীক্ষা সফল
  • সোমবার সন্ধ্যায় করা হয় পরীক্ষা
  • পরীক্ষা করা হয় চাঁদিপুরে

শক্তিশালী ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল (IRBM) অগ্নি-4 সফলভাবে পরীক্ষা করল Defence Research and Development Organisation(DRDO)। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওড়িশার চাঁদিপুরে অবস্থিত এপিজে আব্দুল কালাম দ্বীপে করা হয়েছে এই পরীক্ষা।

ক্ষেপণাস্ত্রটি সমস্ত শর্ত পালন করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানা যাচ্ছে। সেই সময় ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত মাপকাঠি, আক্রমণের কৌশল, নেভিগেশন ইত্যাদি পরীক্ষা করা হয়। 

স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি নিয়মিত প্রশিক্ষণ লঞ্চ। যার মধ্যে সমস্ত অপারেশনাল প্যারামিটারগুলি পুনরায় পরীক্ষা করা হয়েছে। ভারত এই পরীক্ষা থেকে জানাতে চাইছে যে তারা নির্ভরযোগ্য ন্যূনতম প্রতিরোধ ক্ষমতা বজায় রাখবে। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement