Advertisement

Ajit Pawar Dead: বেঁচে নেই অজিত পাওয়ার, প্লেন ক্র্যাশের সেই মুহূর্তের VIDEO

ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। খবরটি নিশ্চিত করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মোট ৫ যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার সময়ের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় প্রয়াত
Aajtak Bangla
  • বারামতি ,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 11:43 AM IST
  • বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ার
  • মোট ৫ যাত্রীর মৃত্যু হয়েছে
  • দুর্ঘটনার সময়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বরামতিতে ভেঙে পড়া ওই বিমানে সওয়ার ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তার মধ্যে রয়েছে ২ পাইলট, একজন কেবিন ক্রু এবং ২ যাত্রী। এদিকে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়া বিমানের প্রথম দৃশ্য প্রকাশ্যে এসেছে। বর্তমানে কী অবস্থা দুর্ঘটনাস্থলের, তার কিছুটা আন্দাজ মিলছে প্রকাশ্যে আসা সেই ভিডিও থেকে। চতুর্দিক ধোঁয়ায় ভরে গিয়েছে বারামতির ওই খোলা মাঠে। জানা গিয়েছে, এমারজেন্সি ল্যান্ডিংয়ের সময়েই ভেঙে পড়ে ওই বিমানটি। 

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভাঙা টুকরো চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। বিমান দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধারকাজের চেষ্টা করলেও ঘটনার বীভৎসতায় তা সম্ভব হয়নি। সকাল পৌনে ৯টা নাগাদ বরামতিতে এমারজেন্সি ল্যান্ডিংয়ের সময়েই বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছে মন্ত্রক। 

অজিত পাওয়ার গতকাল মুম্বাইয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজিত পাওয়ারের সঙ্গে আরও ৩ জন ছিলেন। তাঁরা মুম্বই থেকে বরামতির উদ্দেশে যাত্রা করছিলেন। যাত্রার জন্য একটি বেসরকারি সংস্থার বিমান ব্যবহার করা হয়েছিল। এরপর তিনি বরামতির দিকে যাচ্ছিলেন। চার্টার বিমানটি বারামতি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। 

আগামী ৫ ফেব্রুয়ারি পুনেতে জেলা পরিষদ নির্বাচন রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বারামতিতে অজিত পাওয়ারের একাধিক বৈঠক নির্ধারিত ছিল। ওই বৈঠকগুলোর আগেই এই দুর্ঘটনা ঘটে। সুপ্রিয়া সুলে, সুনেত্রা পাওয়ার ও পার্থ পাওয়ার দিল্লি থেকে বারামতির উদ্দেশে রওনা দিয়েছেন। 

 

Read more!
Advertisement
Advertisement