Advertisement

Amala Chai Viral Video: 'চা ওয়ালার মুখোমুখি আরেক চা ওয়ালা,' মোদী-স্টারমারকে চা খাইয়ে VIRAL ইনি

একজন প্রাক্তন চা ওয়ালা, অন্যজন বর্তমান। দু'দিনের ব্রিটেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালার মশলা আর অসমের চায়ে ব্রিটেনবাসীর মন জয় করছেন 'অমলা চা'। সেই চা ওয়ালা এবার জায়গা পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। সুযোগ মিলল প্রধানমন্ত্রীকে চা খাওনোর। 

Viral মোদী-স্টারমারকে চা খাওয়ানো 'অমলা চা ওয়ালা'Viral মোদী-স্টারমারকে চা খাওয়ানো 'অমলা চা ওয়ালা'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2025,
  • अपडेटेड 2:42 PM IST

একজন প্রাক্তন চা ওয়ালা, অন্যজন বর্তমান। দু'দিনের ব্রিটেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালার মশলা আর অসমের চায়ে ব্রিটেনবাসীর মন জয় করছেন 'অমলা চা'। সেই চা ওয়ালা এবার জায়গা পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। সুযোগ মিলল প্রধানমন্ত্রীকে চা খাওনোর। 

ব্রিটেনবাসীর মন জয় করছে 'অমলা চা'। ভারতীয়দের পাশাপাশি, ভারতীয় বংশোদ্ভূত, ব্রিটেনবাসীও আসেন তাঁর চায়ে চুমুক দিতে। বৃহস্পতিবার কিয়ের স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে (FTA) স্বাক্ষর করেন।

'অমলা চা'-এর মালিক ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা অখিল প্যাটেল। ব্রিটেনের সরকারি ভবনের লনে চায়ের স্টল দিয়েছিলেন এই ব্যক্তি। অখিল এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে হৃদয়স্পর্শী কথোপকথন এখন ভাইরাল। দুই দেশের নেতা তাঁর স্টলে পৌঁছন। রঙিন নেহেরু জ্যাকেটে দেখা যায় অখিলকে। প্রধানমন্ত্রীকে তিনি বলেন, "ভারতের চা, লন্ডনে বানানো।"

দুই দেশের নেতাকে তিনি উপকরণের তালিকাও দেন। স্টারমারের হাতে এক কাপ চা তুলে দিতে প্যাটেল বলেন, "মশলা চা, ভারত থেকে আনা। চা আসে অসম থেকে, মশলা আসে কেরালা থেকে।" 

তবে, প্যাটেলের এই মুহূর্তটি ভাইরাল হয়ে প্রধানমন্ত্রী মোদীর হাতে এক কাপ চা তুলে দেওয়ার সময় তাঁর মজাদার মন্তব্যে। প্যাটেল প্রথমে চায়ের কাপ তুলে দেন ব্রিটেন প্রধানমন্ত্রীর হাতে। মোদীর হাতে তুলে দেওয়ার আগ বলেন, "এক চাওয়ালা অন্য চাওয়ালা...।" তাঁর এই মজায় হো হো করে হেসে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্টারমার চায়ে একবার চুমুক দিয়েই মুগ্ধ হোন। প্রধানমন্ত্রী মোদী এক্স-হ্যান্ডেল পোস্ট করে বলেন, "প্রধানমন্ত্রী কথোপকথনের ছবি শেয়ার করেন।" চেকার্সে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে "চায়ে পে চর্চা... ভারত-ব্রিটেনের সম্পর্ক আরও শক্তিশালী করে তুলছে!" 

২০১৯ সালে 'অমলা চা'-র মালিক প্যাটেল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিওও শেয়ার করেছেন।

প্যাটেল ভাইরাল ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, "নরেন্দ্র মোদী এবং কিয়ার স্টারমারের জন্য চা পরিবেশন করে কী অদ্ভূত অনুভূতি।... অনুপ্রেরণামূলক কথোপকথন। গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তগুলি।" 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement